Ameen Qudir

Published:
2019-03-06 12:44:27 BdST

অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বিসিপিএস-এর সভাপতি নির্বাচিত


 

ডেস্ক
____________________

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস:বিসিপিএস-এর সভাপতি নির্বাচিত হয়েছেন উপমহাদেশের অন্যতম প্রথিতযশ চিকিৎসক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডা. মো. আবদুল আলী মিয়া।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডা. মো. জুলফিকুর রহমান খান। সদস্য পদে রয়েছেন ডা. খান আবুল কালাম আজাদ ও ডা. মো. বিল্লাল আলম।

এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার বিপিএসসির ইলেকশন কমিশনের চেয়ারম্যান প্রফেসর মো. আফজাল হোসেন ও ইলেকশন কমিশনের সদস্য প্রফেসর নূরুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস)কাউন্সিলর হিসেবে ৮ জন বিজয়ী হন। বিজয়ী কাউন্সিলররা হলেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মুহাম্মদ, অধ্যাপক ডা. এ.বি.এম মুকসুদুল আলম, অধ্যাপক ডা. কোহিনূর বেগম, অধ্যাপক ডা. মো. টিটু মিয়া, অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম ও অধ্যাপক ডা. চৌধুরী আলী কাওসার।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ডা. কাজী দ্বীন মুহাম্মদ ১ হাজার ৪৪৪ ভোট, ডা. এ.বি.এম মুকসুদুল আলম ১ হাজার ৪০২, ডা. কোহিনূর বেগম ১ হাজার ৪০০ ভোট, ডা. মো. টিটু মিয়া ১ হাজার ৩৫১ ভোট, ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ১ হাজার ২৬৩ ভোট, ডা. মো. রুহুল আমিন ১ হাজার ১০৯ ভোট, ডা. মো. বিল্লাল আলম ১ হাজার ৯৭ ভোট ও ডা. চৌধুরী আলী কাওসার পেয়েছেন ৯৮৪ ভোট।

নির্বাচনে প্রায় ৬ হাজারেরও বেশি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারা বাংলাদেশ থেকে বিসিপিএস’র ফেলো সদস্যরাই ছিলেন এই নির্বাচনের ভোটার।

নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রথম ৮ জন কাউন্সিলর ৪ বছরের জন্য বিজয়ী হন।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়