Ameen Qudir

Published:
2018-10-30 16:25:30 BdST

তাঁরি একটি লেখা দিয়ে জন্মদিন উদযাপিত হোক


তিন প্রজন্ম : উপেন্দ্র কিশোর রায় চৌধুরী , সুকুমার রায়, সত্যজিৎ রায় । বাংলার তিন মহাপ্রতিভা।



ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
_____________________________


১৮৮৭ খ্রীস্টাব্দের ৩০ অক্টোবর অসামান্য প্রতিভাবান রসসাহিত্যিক শ্রী সুকুমার রায়ের জন্ম হয়েছিল । ক্ষণজন্মা এই মানুষ টির আজ জন্ম বার্ষিকী । আমার বাংলা পড়াই আরম্ভ হয়েছিল সুকুমারের আবোল -তাবোল পড়ে , যদিও তখন আমি নিতান্তই বালক । পড়তে ভালো লেগেছিল , মুখস্ত হয়ে গিয়েছিল , এই পর্যন্ত , কিন্তু মূল রস বুঝতে পারলুম আরো বড় হয়ে । এমন সার্থক ননসেন্স বাংলায় আজ পর্যন্ত কেউ লিখে উঠতে পারেন নি । অন্য ভাষাতেও ক- জনাই বা পেরেছেন ! আর ছন্দের ওপর যেন জন্মগত অধিকার নিয়ে এসেছিলেন ইনি ।

তাঁরি একটি লেখা দিয়ে জন্মদিন উদযাপিত হোক --

হুঁকো মুখো হ্যাংলা >>>

হুঁকোমুখো হ্যাংলা বাড়ী তার বাংলা
মুখে তার হাসি নেই দেখেছ ?
নাই তার মানে কি ? কেউ তাহা জানে কি ?
কেউ কভু তার কাছে থেকেছ ?
শ্যামাদাস মামা তার আফিঙের থানাদার ,
আর তার কেউ নেই এছাড়া --
তাই বুঝি একা সে মুখখানা ফ্যাকাশে,
ব'সে আছে কাঁদ -কাঁদ বেচারা ?
থপ্ থপ্ পায়ে সে নাচত সে আয়েসে ,
গাল ভরা ছিল তার ফুরতি,
গাইত সে সারা দিন সারে গামা টিম টিম ,
আহ্লাদে গদ গদ মূর্তি !
এইতো সে দুপুরে বসে ওই উপরে ,
খাচ্ছিল কাঁচকলা চটকে -
তার মাঝে হল কি ? মামা তার মোলো কি ?
অথবা কি ঠ্যাং গেল মটকে ?
হুঁকোমুখো হেঁকে কয় , "আরে দূর তা তো নয় ,
দেখছ না কি রকম চিন্তা
মাছি মারা ফন্দি -এ যত ভাবি মন দিয়ে --
ভেবে ভেবে কেটে যায় দিন টা।
বসে যদি ডাইনে , লেখে মোর আইনে -
এই ল্যাজে মাছি মারি ত্রস্ত;
বামে যদি বসে তাও নহি আমি পিছপাও
এই ল্যাজে আছে তার অস্ত্র !
যদি দেখি কোন পাজি বসে ঠিক মাঝামাঝি ,
কি যে করি ভেবে নাহি পাইরে
ভেবে দেখ একি দায়, কোন ল্যাজে মারি তায়
দুটি বই ল্যাজ মোর নাই রে ! "

এর পরে বোধকরি আর কিছু বলার দরকার পড়ে না । তাঁর স্মৃতি রইবে অম্লান ।

_________________________

 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
সুলেখক । কবি।

Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়