Ameen Qudir

Published:
2018-07-04 15:53:51 BdST

প্রিয় মুখ মানবসেবায় অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের তিন দশক


 


ডাক্তার প্রতিদিন
_______________________

চিকিৎসক জীবনের তিন দশক পেরিয়ে একত্রিশ বছরে পা দিলেন অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস। অনন্য তার পথ চলা।
তিনদশকের মানব সেবা। রোগী সেবা। স কাল সন্ধ্যা রাত অবধি রোগীদের সেবায় ব্যস্ত আছেন তিনি। চিকিৎসকদের এই বিরামহীন কর্মজীবনের কথা কোন মিডিয়াই বলে না।
অথচ প্রতিটি ঘন্টা তাদের কাটে রোগীর জীবন রক্ষা , জীবন দানের সংগ্রামে।

ডাক্তার প্রতিদিন চিকিৎসকদের সুখে দু:খের জীবন সংগ্রামের মিডিয়া। তাদের সকল আনন্দ বেদনার মুখপাত্র।
তিন দশকের সেবার অক্লান্ত পরিশ্রমী অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে একরাশ শুভেচ্ছা। বর্তমানে তিনি পাবনাস্থ মানসিক হাসপাতালের পরিচালক।
এই প্রতিষ্ঠানকে রোগী কল্যাণী নবজীবন দানে তার ভূমিকা ঐতিহাসিক। ঢেলে সাজিয়েছেন এই হাসপাতালকে। তার জন্য লাখো রোগী পাচ্ছে নবজীবনের আশ্বাস।
অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস এই তিনদশক পূর্তিতে সকলকে জানিয়েছেন শুভেচ্ছা। চেয়েছেন সকলের শুভকামনা। রোগীদের কল্যাণই তার শেষ কথা। সে প্রত্যয় জানিয়েছেন দৃঢ়ভাবে। এক বক্তব্যে তিনি তার অনুভূতি জানান,
" ৩ তারিখ সকালবেলা বেরুবার সময় হঠাৎ ই মনে হলো, কর্মজীবন এর একত্রিশ বছরে পদার্পণ করলাম। সেই ১৯৮৮র ৩রা জুলাই আরম্ভ হওয়া,তারপর থানা স্বাস্থ্য প্রকল্প, ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ হাসপাতাল,IPGMR,BSMMU,NIMH, আবার মেডিকেল কলেজ, এখন এখানে। এই দীর্ঘ পথযাত্রায় সকল সহযাত্রী কে অজস্র ধন্যবাদ-কৃতজ্ঞতা-অভিবাদন জানাই!"

উল্লেখ্য, ডাক্তার প্রতিদিন চিকিৎসকদের পাশে সবসময় অতন্দ্র। তাদের নানা কর্মকুশল গৌরবের কথা বলবে সর্বদা।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়