Ameen Qudir

Published:
2016-11-25 21:43:30 BdST

সবাইকে নিয়ে গর্ব করে বাংলাদেশ


 

দেশের শীর্ষস্থানীয় মনোবিদ মনোবিজ্ঞানী ও চিকিৎসক অধ্যাপক ডা, ঝুনু শামসুন নাহার

 

______________________________

 

ডা. অঞ্জলি
_________________________


যাকে নিয়ে গর্ব করে বাংলাদেশ । দেশের শীর্ষ জনপ্রিয় একটি বাংলা দৈনিকের বহুল আলোচিত এক শিরোনাম।
উদ্দীপনা, উৎসাহ, গর্ব গরিমায় ভরপুর এই কথাটি।
প্রতিটি সচেতন প্রাণকে করে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত।
মনোবিদগন বলেন, সবাইকেই এভাবে জাগিয়ে দিতে হয়। সর্বপ্রাণ জাগলে কর্মে গৌরবে জাগে বাংলাদেশ।
প্রতিটি বাঙালীকে নিয়েই গর্ব করে বাংলাদেশ। যে হাত করে কর্ম; ঘরে কিংবা বাইরে। সবাইকেই নিয়েই গর্ব এই দেশটির।
সকলের মনের মধ্যেই থাকে আকাঙ্খা; তাকে নিয়ে সবাই গৌরব বোধ করুক। তার জন্য সবাই মর্যাদা বোধ করুক।
দেশের হাজারো সেক্টরে হাজারো লাখো কোটি গৌরবের বাঙালি আছেন, যাদেরকে তাদের কাজের জন্য সম্মানিত করা যায়। এবং করা উচিত।
কিন্তু মিডিয়ার নানা সীমাবদ্ধতা আছে। ব্যাবসায় আছে। নির্দিষ্ট গন্ডি আছে। পাবলিক সস্তা পপুলারিটির পেছনে ছোটার প্রবনতা মিডিয়া মৌলিক।
যে কারণে খেলা, সিনেমা সহ কিছু গড্ডল প্রবাহের মধ্যেই থাকে তাদের সেরা এবং স্টার খোঁজার প্রবৃত্তি।
তারপরও এই প্রবনতা নানা উদ্দীপনা যোগায় সমাজে ; জনগনের মাঝে।

আজ প্রথম আলোর ১৮ উৎসবে ছিল এরকম একটি গৌরব স্তম্ভ। যেটির ফোঁকলে দাঁড়ালে এবং ছবি তুললে আপনার ছবিটিও হতে পারে রমরমা শিরোনাম।

 

খ্যাতনামা লেখক মনোবিদ ডা. মোহিত কামাল
সেই স্তম্ভে ছবি তুলে ইন্টারনেটে দিলে ছড়িয়ে পড়ে বেশ আলোচনা।


অবশ্য কাজটি চাইলে ফটোশপেও সম্ভব। সেরকম কিছু ছবি এখানে দেয়া হল।

এখানে সবাই নিজ নিজ সেক্টরে গুণীজন। প্রতিটি কর্মশীল মানুষকে নিয়ে আমাদের গৌরব এবং মর্যাদা।
মনোবিদদের মত করে বলতে হয়, মনকে জাগাও। কাজকে জাগাও। নিজেকে কর সমর্পিত। সবাইকে নিয়েই গর্ব করবে বাংলাদেশ।


_______________________________


লেখক ডা. অঞ্জলি । চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজে।
ছবি প্রথম আলোর গর্ব স্তম্ভে তোলা ও ফটোশপে করা।
কয়েকটি ছবি

 

দেশের শীর্ষস্থানীয় মনোবিদ লেখক কবি অধ্যাপক ডা. এম এস আই মল্লিক।

________________________________


দেশের শীর্ষ অবিসংবাদিত সুঅভিনেতা চঞ্চল চৌধুরী।

_____________________________

 

ডাক্তার প্রতিদিন সম্পাদক ডা. সুলতানা আলগিন । নির্বাহী সম্পাদক আহির ফা হিয়ান বুবকা।

 

_______________________________________________

 


 মনোবিদ মোহাম্মদ জুবায়ের মিয়া

 

__________________________________

 

দেশের প্রান্তিক জনপ্রিয় রন্ধনবিদ চপলা বৌদি।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়