Dr. Aminul Islam

Published:
2020-10-17 16:54:00 BdST

নারীদের যে সব টেস্ট অবশ্য করণীয়



অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


____________________

বয়স ভেদে আমরা জানি মেডিক্যাল স্ক্রিনিং জীবন বাচায়।
আগে ভাগে চিহ্নিত হলে ১০০ % কলন ক্যান্সার প্রতিরোধ হয় , ৫০-৬৯ বছরের নারীদের নিয়মিত ম্যাম গ্রাম কমায় ৩০ % স্তন ক্যান্সার । তবে কোনগুলো অবশ্য করতে হবে ? নিচের ৫ টি অবশ্য করনীয় আর বাকি দুটি করতে পারলে ভাল না পারলেও খুব ক্ষতি নাই ।
অবশ্য করনীয় ঃ
১। রক্ত চাপ স্ক্রিনিং । হার্টের রোগ , স্ট্রোক আর কিডনি রোগের জন্য ।
এক বছর পর পর ১৮ বছর বয়স থেকে শুরু । আর উচ্চ চাপ থাকলে বার বার ,।
২। ম্যামগ্রাম । স্তন ক্যান্সার । ৪০ বছর থেকে এক বা দুই বছরে এক বার ।
দেশে শুরু করা উচিত ৩৫ বছর বয়স থেকে । ঝুকি থাকলে আর বেশি বার করতে হতে পারে ডাক্তারের পরামর্শে ।
৩। প্যাপ স্মিয়ার । জরায়ু মুখ ক্যান্সার । ৩০ এর উপর বয়স হলে দুই বা তিন বছর পর পর । পর পর তিনটি সবাভাবিক প্যাপ স্মিয়ার ।
৪। কলোন স্কো পি । কলোন ক্যান্সার। ৫০ বছর থেকে প্রতি ১০ বছরে এক বার ।
৫। ত্বক পরীক্ষা । মেলানোমা া অন্য সমস্যা।
আর যে দুটো করলে করাতে পারেন
৬।বোন ডেনসিটি টেস্ট । (DEXA)
৭। পুরো শরীরের সি টি স্ক্যান ।
নারীরা গর্ভ নিরোধক হরমোন পিল না ব্যবহার করা ভাল । রজ নিবৃত্তির পর এইচ আর টি তে না যাওয়া ভাল । স্তন দুধ বাচ্চাকে দেওয়া উচিত ।
আর স্তন ক্যান্সারের জন্য অবশ্য করবেন ম্যামগ্রাম । ডাক্তারের পরামর্শ নেবেন ।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়