ডাঃ আসিয়া চৌধুরী

Published:
2020-07-15 15:47:35 BdST

আসুন নিজেই সতর্ক থাকি


 

ডাঃ আসিয়া চৌধুরী

________________


করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে আবার এ সময় টায় সাধারন জ্বর ঠান্ডা কাশিও বেশ কমন।তবে এর সাথে করোনার ব্যাপার টাও খেয়াল রাখতে হবে।জ্বর,ঠান্ডা,কাশি,গলা ব্যাথা,শ্বাসকষ্ট,পায়খানার সমস্যা বিশেষ করে পাতলা পায়খানা এ সবের যদি লক্ষন দেখা দেয় এবং যদি কারো সংস্পর্শে আসার কোন ইতিহাস থাকে তবে সতর্ক হয়ে যেতে হবে।করোনা আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য রক্ত দিতে হবে এবং সেদিন থেকেই নিজেকে আলাদা রাখতে হবে।রিপোর্ট আসতে অনেক সময় ৫-৯ দিন সময় লাগতে পারে।যদি পজিটিভ হয় তাহলে আপনার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ভাবে ছড়িয়ে পড়বে এই ব্যাধি।করোনা হলে সবাই মারা যাবে এমন টি নয় তবে আপনি বাহক হিসেবে যাদের মাঝে ছড়িয়ে দিলেন তাদের কেউ না কেউ জীবন হারাতে পারেন।
তাহলে করনীয় কি?
# স্যাম্পল দিয়ে নিজে থেকে আইসোলেটেড থাকুন।রিপোর্ট আসার পর বাকি পদক্ষেপ।
# চেস্টা করুন বাসা থেকে না বের হবার।চাকুরী করলে অফিস কর্তা কে বুঝিয়ে বলুন।
# পাব্লিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন না।
# বাসার বাচ্চা বয়োবৃদ্ধ থেকে দূরত্বে থাকুন।
# প্যানিক বা চিন্তিত বা বিচলিত হবেন না।এমন আচরন স্বাভাবিক মানুষ কেও শ্বাস কষ্টে ফেলে দেয়।
# মনে রাখবেন করোনায় সবাই মরেনা।আপনার ধৈর্য্য,সাহসিকতা,সচেতনতা যেমন আপনার এ যাত্রায় বাচিয়ে দিতে পারে তেমনি আপনার আশে পাশের অনেক মানুষ কে সংক্রমনের হাত থেকে বাচাতে পারে।

ডাঃ আসিয়া চৌধুরী
চাঁপাই নবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়