Ameen Qudir

Published:
2020-02-14 05:57:24 BdST

অকারণে গরম বা অকারণে সাড়ে ৪ কেজির বেশী ওজন হারালে আজই ডাক্তার দেখান



অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ
___________________

যদি অকারনে বিনা চেষ্টায় স্বাভাবিক দেহ ওজনের ৫ শতাংশের বেশি হারান বা ৬-১২ মাসে ৪.৫ কেজির বেশি হারান তাহলে ডাক্তারের সঙ্গে দেখা করুন । কারন হতে পারে বিষণ্ণতা , ডায়ে বে টি স। দরকার হতে পারে আর কিছু ওষুধ ।
ডায়ে বে টি স হলে ইনসুলিন ঘাটতি হয় আর তাই গ্লুকোজ রক্ত থেকে দেহ কোষে পর্যাপ্ত ঢুকতে পারেনা আর এনার্জি হিসাবে দহন হয়না ।
তখন চর্বি আর পেশি কে শরীর ভাঙতে থাকে এনার্জির জন্য , কমে দেহের সার্বিক ওজন ।

২.
সব সময় গরম লাগে
কারন অকারন
বেশি বেশি ঘাম , সব সময় খুব গরম লাগা হতে পারে ওষুধের জন্য , না হয় হরমোনের পরিবর্তন ,বাঃ অন্তর্গত কোনও অসুখ ।
১। কিছু অসুধের পার্শ্ব প্রতিক্রিয়া
২। স্ট্রেস বা দুশ্চিন্তা
৩। ঘর্ম নিঃসরণ অক্ষমতা
৪। ফাইব্রমায়েল জিয়া
৫। মাল টি পল স্ক্লের সিস
৬। ডায়ে বে টি স মেলি টা স
৭। বয়স ৬৫ ঊর্ধ্ব
৮। থাইরয়েড অতি ক্রিয়া
৯। পেরি মেন পজ
১০। মেন পজ

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়