Ameen Qudir

Published:
2019-11-26 21:00:51 BdST

'ফুসফুস ক্যান্সারঃ সচেতনতা ও প্রতিকার ' নিয়ে নটরডেমে আলোচনা সভা করল বীকন ফার্মা


 

ডেস্ক
________________

রাজধানীর কলেজ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আয়োজন করল বীকন ফার্মাসিউটিক্যালস।
২০ নভেম্বর ২০১৯ নটরডেম কলেজ, ঢাকা এবং বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর আয়োজনে' বাংলাদেশে ফুসফুস ক্যান্সারঃ সচেতনতা ও প্রতিকার’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ মুরাদ হাসান (নটরডেমিয়ান, ১৯৯২ ব্যাচ), প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়, এবং বিশেষ অতিথি হিসেবে মেজর জেনারেল প্রফেসর ডাঃ আজিজুল ইসলাম (নটরডেমিয়ান, ১৯৭৯ ব্যাচ) ও মূল বক্তা হিসেবে প্রফেসর ডাঃ কাম্রুজ্জামান চৌধুরী (নটরডেমিয়ান, ১৯৭৬ ব্যাচ) । এছাড়াও উক্ত অনুষ্ঠানে নটরডেম কলেজের বর্তমানশিক্ষক- শিক্ষার্থীসহ অনেক খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ (সাবেক নটরডেমিয়ান) উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ফুস্ফুস ক্যান্সার, এরকারণ ও প্রতিকার সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ও বিশেষ অতিথিগণ বীকনফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। সামগ্রিক অনুষ্ঠানে বীকন ফার্মাসিউটিক্যালস-এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃহানিফ (সাবেকনটরডেমিয়ান), মাহবুবুর রহমান (সাবেক নটরডেমিয়ান) এবংমাহমুদুল হক পল্লব।
সংবাদ সূত্র : বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়