Ameen Qudir

Published:
2019-01-24 22:52:55 BdST

সংবাদপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ওষুধ আমদানির ইচ্ছা জানাল আফগানিস্তান প্রতিনিধি



সংবাদ ডেস্ক
_____________________


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ওষুধ আমদানির ইচ্ছা প্রকাশ করেছেন আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদ।

বুধবার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আফগান দূত।
এ বিষয়ে প্রধানমন্ত্রী অফিসের
প্রেস সচিব বলেন, “বাংলাদেশের ওষুধের মান ভালো। নতুন রাষ্ট্রদূত বলেছেন, তারা বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চান।”

রপ্তানিতে বাংলাদেশের উদীয়মান খাত হিসেবে ওষুধ শিল্প আলোচনায় রয়েছে। দেশের চাহিদা মিটিয়েও বিশ্বের প্রায় ১৬০টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ।

আফগানিস্তানের রাষ্ট্রদূত মনে করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সম্পর্ক জোরদার করার ওপর জোর দেন তিনি।

 

স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে একটি আফগানিস্তান। সে কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তার সরকার প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের জীবনমানের উন্নয়ন করে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে।

 

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়