DESK

Published:
2024-08-07 18:36:39 BdST

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন চিকিৎসক ব্যাক্তিত্ব অধ্যাপক ডা ইমরান বিন ইউনূস


ড. ইউনূস ও অধ্যাপক ডা ইমরান বিন ইউনূস এক সঙ্গে

 



ডেস্ক
__________________

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন
বাংলাদেশের বরেণ্য চিকিৎসক ব্যাক্তিত্ব অধ্যাপক ডা ইমরান বিন ইউনূস । কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে অধ্যাপক ডা ইমরান বিন ইউনূস সমর্থন ও সাহস যুগিয়ে গেছেন শুরু থেকেই নানা লেখায় ও বিপ্লবী প্রতিবাদে। বয়েসের কাছে তিনি হার মানেন নি। বরং বিপুল মেধা ও তারুণ্য নিয়ে সবসবময় ছিলেন উৎসাহ দানে সজীব ও সক্রিয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,

"
অভিনন্দন ও বিনম্র শ্রদ্ধা
নিজের থিসিস প্রয়োগ করে মাইক্রোক্রেডিট তারপর সোশ্যাল বিজনেস অতপর ওয়াল্ড অব ত্রিজিরো। আর তিনের সমন্বয়ে প্যারিস অলিম্পিক ২০২৪। অনন্য স্যার।
বাংলাদেশ ২.০ এর কান্ডারী হয়ে এ জাতিকে দেবেন সেই কাংখিত চাওয়ার পাওয়ার দিশা। ২০২৪ এর এই বহমান সময়ে।
১৯৬৯ এর গনঅভ্যুত্থানে দেয়ালের লিখন মনে করতে ইচ্ছা হচ্ছে।
'তুলে দিয়ে গেল তার মুখের ভাষা সহস্র মুখে, দিয়ে গেল বাশের বাশরী সহস্র হাতে, বাংলাদেশ কাদে নিঝুম রাত প্রতিরাত অপেক্ষা করে নতুন সৃর্যে জ্বলে উঠার।'
আমরা আছি। থাকব। নতুন সৃর্য জ্বলে উঠার জন্য।"


____________
অধ্যাপক ডা ইমরান বিন ইউনূস
এ-র পরিচয়---------

Visiting Professor of Public Health at Premier University, Chittagong

Exchange Skill Transfer Alumnus at Oxford School of Medical Sciences

Works at Life Member, Sandhani

Member Faculty of Medicine at Bangladesh College of Physicians & Surgeons

Member Malaria Research Group at Chittagong Medical College

Works at Past President, Rotary Club of Chittagong

Works at Life Member, Chattogram Kidney Foundation

Former Member National Malaria Technical Committee at National Malaria Elimination Program

Former Member Country Coordination Mechanism at The Global Fund to Fight AIDS, TB & Malaria

Former Monitor & Short Term Consultant at WHO/TDR

Former President at Chittagong Medical College Teachers Association

Former Trainee at Armed Forces Research Institute of Medical Sciences (AFRIMS)

Went to Government Muslim High Schoo

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়