SAHA ANTAR

Published:
2021-08-28 15:14:57 BdST

আমাদের হাত-পায়ের মূল হাড়গুলোর মূল লাতিন নাম শুনলে অনেকেই চমকে উঠবেন


ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
________________________

ছাত্রজীবনে যখন আনাটমি পড়ছি, বেশির ভাগ অঙ্গ না হলেও তাদের সরবরাহ কারি মূল রক্ত ধমনী ও শিরাগুলির নাম একটু যেন অন্যপ্রকার। আর্টারি মানে ধমনী কিন্তু তাহলে আর্টারিয়া ডর্সালিস পেডিস কেন।  ভেন হলো শিরা কিন্তু মহাশিরা র নাম সুপিরিয়র বা ইনফেরিয়র ভেনা কাভা।

স্কুল থেকেই ভাষা নিয়ে আগ্রহ ছিল বলে আমার কেমনি মনে হতো এই নামগুলি ইংরেজি নয়। তখন তো মুখস্থ করার পালা, পরীক্ষা পাস ই ধর্ম আর মোক্ষ।

পরে জেনেছি এগুলি লাতিন নাম এবং উচ্চারণ ও আমরা সঠিক করি নি, ইংরেজি ধরণের উচ্চারণ করেছি। আমাদের শিক্ষক মশায়দের এতটুকু ও দোষ নেই, ওঁরা অমনই শিখেছেন, অমনই শিখিয়েছেন।
এমনকি এখনো অমন ই শেখাচ্ছেন নতুনদের। 

আমাদের হাত আর পায়ের মূল হাড় বা অস্থি গুলোর মূল লাতিন নাম শুনলে অনেকেই চমকে উঠবেন, আবার আমাদের উচ্চারণ শুনলে চমকাবেন তাঁরা, যাঁরা ফরাসি, ইতালিয়, স্পেনীয়, কি পর্তুগিজ ভাষার মাধ্যমে চিকিৎসাবিদ্যা পড়েছেন ও পড়ছেন। 

হাতে উমেরুস, রাদিয়ুস ও উলনা।
পায়ে ফেমুর, পাতেল্লা, তিবিয়া ও ফিবুলা। 

 

_______________

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায় ভারতবর্ষের একজন শীর্ষ
ডায়াবেটিস এনডোক্রাইনোলজি কনসালটেন্ট ;তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা নিয়েছেন। এমডি করেছেন। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও মাদ্রাজ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী।
তিনি বাংলা, ফরাসী , ইংরাজী সহ বহুভাষায় পারদর্শী।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়