Dr. Aminul Islam

Published:
2021-04-04 15:06:41 BdST

যেভাবে ২টি বই জন্ম নিলো, নেপথ্যের কাহিনি


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
----------------------------------------
আমার এই বই টি লেখার পেছনে এক প্রেক্ষা পট আছে । প্রায় আমার ল্যাবে আসতেন সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক সঙ্গে তার স্ত্রী
আনোয়ারা আপা অধ্যাপক সাইকিয়াট্রি । তিনি নিজেও প্রখ্যাত সাহিত্যিক । আমি জানলাম দুলা ভাই মানে শামসুল হকের ক্যান্সার , আর ফুস্ফুসের ক্যান্সার , তিনি লন্ডনে চিকিৎসা নেন কিন্তু প্রয়াত হন এদিকে আমি ক্যান্সার সম্বন্ধে বইটি লিখেছি , বের করবে মুক্ত ধারা । আমি আনু আপাকে অনুরোধ করলাম আমি দুলাভাইকে বইটি উৎসর্গ করব আপনি অনুগ্রহ করে তার একটি অনুমতি নিন এদিকে তিনি ভর্তি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ,লন্ডনের ডাক্তাররা জবাব দিয়েছে এখন শেষ দিন কাটাচ্ছেন নিজ দেশে ।তার হাসপাতাল কক্ষে কারো প্রবেশের অনুমতি নেই।
তিনি সানন্দে অনুমতি দিলেন। বই বের হল। তিনি চলে গেলেন অমৃত লোকে
আশ্চর্য ২০১৮ সালে বইটি প্রকাশের পরের বছর আমার শরীরে ক্যান্সার নির্ণয় হল । আমি বাচলাম আর এভাবে বেচে আছিও । তবে বইটির
প্রতি একটি গভির আকর্ষণ বোধ করি।
২.

আমার এই বই করোনা ভাইরাস অনেক শ্রম দিয়ে লেখা । মুক্তধারার প্রধানের অনুরধে । বই লিখতে কষ্ট হচ্ছিল মন সবল থাকলে ও শরীর খুব সায় দেয়না শ্রম করতে । কিন্তু লিখবই বলে মাভৈ । অনেক পড়া হল , জানা হল । কিন্তু বইটির পাণ্ডুলিপি জমা দিলাম ছাপা শুরু হল ডিসেম্বর গত বছর এদিকে একটি মর্মান্তিক ঘটনা ঘটলো মুক্তধারার জহর বাবুর ছেলে সজীব হটাত চলে গেল না ফেরার দেশে। তাই সব কিছু থমকে গেল। জহর বাবু ভেঙ্গে পড়লেন , এরপর আবার এদিকে মেলা পেছাল ,তাই বই ছাপা আবার শুরু আমাকে বললেন তাহলে একটু হাল নাগাদ করে দিন। আমাকে তথ্য দিয়ে অনেক সমৃদ্ধ করেছে আমার ছাত্র বিলেতে এন এইচ এস এ চিকিৎসক ডা ইস মত কবির । তাকে ধন্যবাদ
তাই ২০ মার্চ পর্যন্ত হাল নাগাদ করে আবার প্রুফ দেখে দিলাম । প্রায় শেষ ছাপা , বাধাই । হয়ত এসে যাবে তিন চার দিনের মধ্যে ।যাহোক উৎসর্গ পত্র লিখতে গিয়ে প্রথমে মনে পড়ল সদ্য প্রয়াত আমার এক সময়ের অগ্রজ সহকর্মী প্রফেসার এম এ জলিল । ময়মন্সিং মেডিক্যাল কলেজ । তিনি প্রয়াত হয়েছেন করোনাতে । তাকেই উৎসর্গ করলাম । তিনি আর তার পরিবার আমাদের পরিবারের অতি ঘনিষ্ঠ আমরা একই দালানে পাশাপাশি থেকেছি ৯ বছর। তার বাসা আর আমার বাসার মধ্যে কোন দরজা ছিলনা আমার মেয়ে ছেলে থেকেছে অনেক সময় তার মেয়েদের কাছে ,ভাবির কাছে। একেবারে আত্মিয় । তার ছেলে মেয়ে জামাই আমার ছাত্র ছাত্রি । আজ তার কথা স্মরণ করতে গিয়ে চোখ জলে ভরে উঠছে । ঈশ্বর তার আত্মার মঙ্গল করুন ।
বইটি আসবে মুক্তধারার স্টলে তবে যদি মেলা সহসা বন্ধ হয়ে যায় তবে বইটি পাওয়া যাবে রকমারি ডট কমে ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়