Dr. Aminul Islam

Published:
2021-03-20 06:16:34 BdST

 বিসিএস  কর্মকর্তা ডা.মামুনকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল  ভালুকার জঙ্গলে


 

সংবাদ দাতা 

-----------------------

ময়মনসিংহের ভালুকা বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় ৩৯তম বিসিএসের (স্বাস্থ্য)র কর্মকর্তা  ডা. আল মামুনকে উদ্ধার করা হয়েছে। ১৮ মার্চ রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। গুরুতর আহত এ  চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া  হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা যাওয়ার জন্য ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ডা. মামুন। এ সময় ঢাকা পৌঁছানের কথা বলে তাঁকে প্রাইভেটকারে তুলে নেয় ছিনতাইকারীরা। পরে তাঁকে হাত-পা বেঁধে ভালুকা বনের ভেতর ফেলে রেখে যায় তারা।

বর্তমানে ভালো আছেন, ফেসবুকে জানান ডা. আল মামুন। বলেন,  বলতে কষ্ট হচ্ছে। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন।

তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত তিনি। 

মানিকগঞ্জের সন্তান ডা. মামুন ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস  করেন। 

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়