Dr. Aminul Islam

Published:
2020-12-31 00:38:45 BdST

২০২১ সালের ১০ স্বাস্থ্য ইস্যু


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
_________________________

২০২১ সালে কিছু স্বাস্থ্য ইস্যু যেগুলো একত্রে দেশে দেশে আর বৈশ্বিক ভাবে গুরুত্ব পূর্ণ ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসৃতি ।

১। বিশ্ব মারী আর জরুরী স্বাস্থ্য পরিস্থিতির জন্য প্রস্তুতি আর পূর্ব ভাবনা। প্রত্যেকের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে এই প্যনডেমিক দেখাল সবাই নিরাপদ না হলে কেউ নিরাপদ নন। আর এ নিয়ে অনেক গুজব তৈরি হয় সেই ইনফোডে মিক থেকে রক্ষা করতে হবে জন মানুষ কে ।
২। কো ভি ড ৯ টেস্ট , ভেকসিন , আর চিকিৎসা জন মানুষের কাছে সুলভ , নাগালের মধ্যে আনা আর সাশ্রয়ী করা।
৩। ২০২০ সালের শিক্ষা হল স্বাস্থ্য ব্যবস্থা অবহেলা করার পরিনতি। তাই স্বাস্থ্য ব্যবস্থা মান সম্মত করা আর উন্নত করা আর সবার জন্য উন্নত স্বাস্থ্য বিধান
৪। স্বাস্থ্য বৈষম্য দূরীকরণ।
৫চিকিৎসা বিজ্ঞানে গবেষণা আর তথ্য উপাত্ত মোকাবেলা
৬। অসংক্রামক রোগের ব্যাপারে আরও ুরুত্ব
৭। ড্রাগ রেজিস টেন্স মোকাবেলা
৮। অসংক্রামক রোগ আর মানসিক রোগ প্রতিরোধ আর চিকিৎসা
৯। আরও ভাল , আরও সবুজ আরও সুস্থ পৃথিবী বিনির্মাণ
১০। সমন্বিত ভাবে , সবাই সং হতি প্রকাশ করে কাজ করা ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়