ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-24 16:02:55 BdST

গরীব মানুষদের জন্য খাবার দেয়ার ব্যবস্থা করেছেন যে চিকিৎসক




ডা. অসিত মজুমদার
______________________

ডা. আমিনুল ইসলাম জুয়েল। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হতে এমবিবিএস পাস করেছেন। একজন বেসরকারি চিকিৎসক। বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর এই দুঃসময়কালে ঢাকা শহরে তার এলাকায় দুঃস্থ, অসহায় এবং গরীব মানুষদের জন্য খাবার দেয়ার ব্যবস্থা করছেন এই মহান হৃদয়ের মানুষটি। একটা কথা না বললেই নয় এক সময় এই জুয়েল ভাইয়ের বাসায় তাঁর মায়ের হাতের রান্না আমি কতবার খেয়েছি তার হিসেব নাই। ডা. আমিনুল ইসলাম জুয়েল ভাইয়ের করোনা মহামারীকালে এই মানবিক প্রচেষ্টায় আপনারা সবাই দোয়া করবেন।

ডা. আমিনুল ইসলাম জুয়েল ভাইয়ের পোস্ট থেকে-

করোনা- আক্রান্ত দিনগুলোতে ত্রাণ বিতরণে প্রথম থেকেই রাস্তায় ছিলাম।
আপনাদেরই Donate করা টাকায় এই ত্রাণ বিতরণ করছি।
গত কয়েকদিন যাবৎ ভীষণ খেয়াল করছি -- নিম্ন মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষ আমার নাম্বারে ফোন দিয়ে বা বাসায় এসে তাদের কষ্টের দিনাতিপাতের কথা বলছে। তারা সরকারি কোন ত্রাণের লাইনে দাঁড়াতেও পারছেনা, আবার সংসারও চালাতে পারছে না।
আমিও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান।তাই তাঁদের যন্ত্রণা গুলো আমি উপলব্ধি করতে পেরেছি।
তাই ছিন্নমূল ও নিম্নবিত্তদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্তদের তালিকা করে বাসায় বাসায় ত্রাণ দ্রব্যাদি পৌঁছে দিচ্ছি।
আপনারা আমাকে সাহায্য করুন।
01776393503 and 01736240453
আমার পারসোনাল বিকাশ ও কন্টাক্ট নাম্বার। 017206741130 আমার পারসোনাল রকেট ও কন্টাক্ট নাম্বার।
পৃথিবীতে মানুষ বেশীদিন বাঁচে না ; বড়জোর ৬০/৭০ বৎসর। করোনা মহামারীতে বিশেষ করে প্রতিয়মান হচ্ছে যে কারো হায়াতের কোন গ্যারান্টি নেই---- ধনী/ গরীব/ মুসলমান/ হিন্দু/ বৌদ্ধ / খ্রিস্টান।

বেঁচে থাকতে খুব বেশী টাকা লাগে না। আপনার সব প্রয়োজন মেটানোর পর -- এখনই সময় -- হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত দের পাশে দাঁড়ানোর।
আমি আপনাদের পক্ষ হয়ে নিজের জীবনের মায়া না করে মাঠে আছি।
Please, help the rootless / poor/ lower middle class human beings.

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়