Ameen Qudir

Published:
2020-02-14 05:33:01 BdST

অসহায় রোগীর পাশে দাঁড়ানো কি ডা. মারজুকের জীবনের কাল হল!


ডেস্ক
____________________

ময়নামতি মেডিকেল কলেজের ইন্টার্ন ডা: রবি মারজুক চিকিৎসা সেবায় নিবেদিত প্রাণ তারুণ্যের নাম। সন্ত্রাসী হামলার শিকার হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মানুষের পাশে দাঁড়ানো কি তার জীবনের কাল হল! এ প্রশ্ন সহমর্মী সকলের।
তার সহমর্মী স্বজন
ডা. তোফায়েল আহমেদ তানিম , ডা. ফারজানা পিঙ্কি জানান,

নাম ডা: রবি মারজুক , ময়নামতি মেডিকেল কলেজের একজন ইন্টার্ন ডক্টর, সবার ভরসার জায়গা,
কাজই হচ্ছে সবার বিপদে এগিয়ে আসা,
এই ছেলেটা নিজের বেলায় বেখেয়ালি হলেও আশেপাশের সবার খেয়ালটা ঠিকই রাখতে পারে,
প্রয়োজনে অপ্রয়োজনে আনন্দে কষ্টের মুহুর্তে যে একটা ছেলেকে সবসময় পাওয়া যায় সে হল আমাদের রবি।

আর সেই কিনা অগ্যাত সন্ত্রাসীদের নির্মম ছুরিকাঘাতে আজ মৃত্যুসয্যায়, তারা চেয়েছিল ছেলেটিকে খুন করে ফেলতে, তাই হয়তো বুক বরাবর এতগুলো ছুরির আঘাতের চিহ্ন। কোথায় ছুরি চালায়নি তা হয়তো খুঁজে বের করতে বেগ পেতে হবে; মুখে, হাতে, কাধে, পিঠে, পায়ে কোনো জায়গা বাদ রাখেনাই,
এই সদা হাস্যোজ্জল ছেলেটির সাথে এমন পাশবিক নির্যাতন করা হয়েছে ভাবতেই কষ্ট হচ্ছে। এমনকি এতগুলো ছুরিকাঘাতের পরেও তারা শান্ত হয়নি, এই রক্তাক্ত দেহটাকে চলন্ত গাড়ী থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
কতটা নির্মম ভাবতে পারছেন? সবশেষে এই ছেলেটার পায়ের উপর দিয়ে অটোবাইক দিয়ে পিষে চলে যায়।
এই ছেলেটা এখনও বেঁচে আছে! হয়ত সবার দোয়া সবার ভালোবাসা তাকে এই পৃথিবী ছাড়তে দেয়নি। নয়ত আজকে কালো রং এ ঢেকে থাকার কথা ছিল সমস্ত ময়নামতি মেডিকেল কলেজ ক্যাম্পাস।

আমি বিচার চাই। আমরা বিচার চাই। বিচার চাই একটি নিষ্পাপ প্রানের উপর এমন বিনা কারনে এই বর্বর অত্যাচারের। বিচার চাই এ ঘটনার সাথে জড়িত মানুষরূপী প্রতিটা পশুর।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়