Ameen Qudir

Published:
2019-11-17 00:23:07 BdST

পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করেছে , মারাত্মক ব্যাটসম্যান


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ
_____________________________

পেঁয়াজের দাম বাড়িয়ে আর একে নিয়ে এত কথার কচকচানিতে একে হিরোর মর্যাদা দেয়া হচ্ছে । না খেলে জীবন বাচবেনা এমন ত নয় , একে ছাড়া খেলে প্রথম একটু খারাপ লাগবে তবে সয়ে যাবে , আর রান্নায় যতটুকু পেঁয়াজ দেয়া হয় এর চেয়ে কম দিয়ে রান্না করলেও খুব খারাপ লাগবে না ।, ।হপ্তায় এক কেজি লাগে সেখানে ৫০০ গ্রাম ব্যবহার করুন । তবে কেজি ২৫০ ছাড়াচ্ছে একে হাল্কা করে দেখার অবকাশ নাই । এসব দুষ্ট লোকদের আইনের আওতায় এলে কঠোর শাস্তি দেওয়া উচিৎ । দুষ্টের দমন সবসময় কাঙ্ক্ষিত .The mischief mongers are trading on the misery of people
২.
বাঙ্গালির ধৈর্য দারুন তার আশ্বস্ত হওয়া , নিরুদ্বেগ হওয়া মাত্রা ছাড়ানো , কেউ যদি অন্যায় অত্যাচার করে , যেমন ধরুন দ্রব্য মূল্য ক্রমেই বাড়াতে থাকে এর সাথে নিজেদের মানিয়ে নেয়ার এক অদ্ভুত শক্তি আছে ,প্রতিবাদ নাই , কি আর করব এই মানসিকতা প্রবল। যারা দাম বাড়ায় তারা মাত্রা মাপে আর ক্রমে ক্রমে দাম বাড়াতে থাকে , এক সময় উচ্চ মূল্যকে স্বাভাবিক মনে করার এক নিদারুণ মনোবৃত্তি তাদেরকে কে সহ্য শীল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে । আর এতে তাদের আশকারা আরও বাড়ে , তারা আরও সাহসী হয় ।ব্যবসায় অর্থ উপার্জন যেন তেন প্রকারে হলেও তাদের আত্ম গ্লানি নাই তাই এদের অপরাধ বোধ , ভয় কিছুই নাই ,। যেহেতু বাজারে জোগান নিয়ন্ত্রন করে এরা তাই মজুদ থেকে বের করা আর ঢোকান তাদের কাজ , আর স্থানীয় ক্রেতাদের কাছে কোন সদুত্তর নাই , কিনলে কিনেন না কিনলে যান তখন পাশের ক্রেতা অগ্র পশ্চাৎ বিবেচনা না করে , আপনাকে না দেখার ভান করে ছো মেরে জিনিষটি সে মূল্যে কিনে নিলেন , ক্রেতা আপনার দিকে এমন অবজ্ঞা আর তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালেন যে আপনি মরমে মরে গেলেন । দাম কেন বাড়ল জান্ তে পারলেন না , যে কারন জানা গেল তা সঠিক মনে হলনা , কে বাড়াল সেই
অদৃশ্য মানুষের পেছনে দৌড়ানো পণ্ড শ্রম হল । একজন ব্যর্থ মানুষ হিসাবে বাজারে চাহিদা মাফিক জিনিষ না কিনতে পেরে মনঃ কষ্ট পেলেন । সৎ মানুষের জোট নাই কিন্তু অসৎ মানুষেরা একাত্মা , তাই ভেবে লাভ কি ? গিন্নীর গাল মন্দ খেলেন , সৎ মানুষ বলে বেতন নির্ভর আপনি আর কি করবেন ? সন্তানেরা সেদিন মুখ ব্যজার করে ঠিক মত খেলনা কারণ সে দিন ডাল , মাছ , মাংস ডিম ভাজা পেঁয়াজ ছাড়া রাঁধা হল । পেঁয়াজ এখনও টিকে আছে , ডাবল সেঞ্চুরি করেছে , মারাত্মক ব্যাটস ম্যান ।অবশ্য তা হোক , দাম আকাশ ছুঁয়ে ফেলুক ।
এতে কি , আপনি সংযমের দৃষ্টান্ত স্থাপন করে প্রতিজ্ঞা করলেন দাম বাড়ুক তাতে আমার কি আমি সেই দ্রব্য গ্রহন বর্জন করে অমলানন্দ ভোগ করব ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়