Ameen Qudir

Published:
2019-10-15 22:19:44 BdST

একজন সদ্য নবজাতক নবীন ডাক্তারের বেতন কত হওয়া সমীচীন


 

ডাঃ মোঃ শরিফুল ইসলাম (সুজন)
_______________________________
বেতন প্রসঙ্গ:

একজন সদ্য নবজাতক নবীন ডাক্তারের বেতন কত হওয়া সমীচীন,

এ'ব্যাপারে কোন দ্বিমত বা সংশয় থাকার কোন অবকাশ নেই যে, একজন এম, বি, বি, এস পাশ করে ইন্টার্ণশীপ শেষ করা ডাক্তার দেশের একজন সরকারি ফাষ্ট ক্লাস গ্রজেটেড অফিসারের সমতুল্য, এখান থেকে গুরুতর পেশাগত অসাদাচরণ ছাড়া তার ডিমোশনের কোন সুযোগ নেই।

তাই, চাকুরীর ক্ষেত্রে সে নবম গ্রেডে বেতন পাবে, সরকারী-বেসরকারী যেখানেই হোক, এটা তার অধিকার নিজ যোগ্যতা বলে।

সুতরাং,
বেসিক সেলারীঃ ২২,০০০/- টাকা
বাড়ী ভাড়াঃ ১৩,২০০/- টাকা (বেসিকের ৬০%)
চিকিৎসা ভাতাঃ ১,৫০০/- টাকা

মোটঃ ৩৬,৭০০/- টাকা

এই বেতন দিনে ৮ ঘন্টা করে মাসে ২৬ দিনের বেতন (মাসে ৪ টি হলি ডে আছে)

যদি কেউ নাইট করে অথবা যেকোন ছুটির দিনে ডিউটি করে, সে ডিউটি প্রতি ৫০০/- টাকা অতিরিক্ত পাবে কেননা, সকাল-দুপুর আর রাত বা ছুটির দিনের বেতন এক হতে পারে না।

অর্থাৎ, প্রতি ৮ ঘন্টা ডিউটির জন্য ১,৪০০/- টাকা
রাত্রী ও ছুটির দিনে যে কোন সময়ের জন্য ১,৯০০/- টাকা।

ডিউটি ডাক্তারের আলাদা নিরাপদ রুম থাকবে, সঙ্গে এটাস্ট বাথ, এসি, ফ্রী ওয়াই ফাই, টিভি, ছোট্ট ফ্রিজ ও মাইক্রোওভেন থাকা বাঞ্ছনীয়।

ডিউটি আওয়ারে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং মিড ডে (সকাল ১১টা) ও সন্ধ্যায় স্ন্যাক্স বাঞ্ছনীয়। যা হবে মানসম্মত, স্বাস্থ্যসম্মত ও রুচিকর।

পালা পর্বনে বেসিক স্যালারী পাবে বোনাস, যেখানে ৬ মাস বা এক বছরের কোন প্রভিশনাল প্রিয়ডের কোন বাধ্য বাধকতা থাকবে না।
অধিকার আদায়ে কম্প্রোমাইজের কোন সুযোগ নেই।

এর পর আসে ওটি এ্যাসিষ্ট ফি, যেটা নূন্যতম দেশে প্রচলিত বৃহত্তম নোটটি হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ, কমপক্ষে এক হাজার টাকা (নবীনদের জন্য)।

তবে, পরিশেষে বলতে চাই, কোন কর্পোরেটের গোলাম হওয়া বা কোন ক্লিনিকের চামচামি করা ডাক্তারদের মানায় না

Be independent & Be confident

নিজেদের আত্মসম্মান ও আত্মবিশ্বাস নিয়ে বাঁচুন,
জি,পি করুন, এতে আত্মসম্মান ও আত্মবিশ্বাসের সঙ্গে আত্মতৃপ্তিও থাকবে

জলের মত টাকা কামাই হলেও একসময় বন্যার বানের মত সব ভেসে যাবে।

বাজারে ভাসমান ৪০ হাজার শিক্ষিত দক্ষ চৌকশ মেধাবী টেকনিকাল ডাক্তারের তুলনায় সুযোগ সুবিধে নিতান্তই অপ্রতুল।

তবে সুশিক্ষিত জাতি কারো কাছে চাকুরী ভিক্ষা করবে না, বরং নিজেরাই নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবে ইনশাল্লাহ

আশা করি প্রতিটি বিষয়ই Loud & Clear,
যেখানে confusion এর কোন সুযোগ নেই।
__________________________
ডাঃ মোঃ শরিফুল ইসলাম (সুজন)

নিউরো-সার্জন (এফ,সি,পি,এস)

জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
ব্যাচ ২০০১ (এম,বি,বি,এস)

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়