Ameen Qudir

Published:
2019-10-07 22:14:29 BdST

মানসিকভাবে অসুস্থ ডাক্তার বিদ্বেষীদের নানা অপপ্রচার প্রসঙ্গে সমুচিত জবাব



ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
_________________________

সমাজে কিছু মানসিকভাবে অসুস্থ ডাক্তার বিদ্বেষী মানুষ আছে।
অসুখ হলে ইনিয়ে বিনিয়ে চিকিৎসা নেয়।
সুস্থ হলে আবার গালমন্দ শুরু করেন।
কিছুদিন আগে দেখলাম একজন লিখেছেন , " রোহিঙ্গারা লাখ লাখ বাচ্চার জন্ম দিয়েছে সিজার ছাড়া । সুতরাং গাইনির ডাক্তারদের সেখানে পাঠিয়ে ট্রেনিং দেয়া হোক ।"
গণতান্ত্রিক দেশ তাই এসব কথা বলতেই পারেন।
যা খুশি লিখে নিজেকে মহা পণ্ডিতও ভেবে গ্যাসের ওষুধ খেতেও পারেন।
কিন্তু কথা বলতে হয় তথ্য উপাত্ত দিয়ে।
১৯৭৫ সালে প্রতি লাখে প্রায় ৬০০ মা মারা যেত বাচ্চা জন্ম দিতে গিয়ে।
১৯৯০ সালে মারা যেত প্রায় ৫৭৪ জন।
১৯১৪ সালে নেমে আসে মাত্র ১৭০ জনে।
বর্তমানে আরও অনেক কমে এসেছে।
আধুনিক মেয়েরা সিজার ছাড়া বাচ্চা হওয়ার কথা চিন্তাই করতে পারেন না।
বেশিরভাগ ক্ষেত্রে তারাই ডাক্তারকে সিজারের জন্য উদ্বুদ্ধ করেন।
তবে কারণ ছাড়াই সিজার করেন কিছু অসৎ ডাক্তার ।
তারা সেই কালো টাকা নিয়ে যে খুব সুখে শান্তিতে দিনাতিপাত করে থাকেন তাও কিন্ত নয়।
তবে প্রয়োজনে এবং অনেক ক্ষেত্রে অনুরোধের কারণেই বেশি সিজার হয়।
মাতৃমৃত্যুর হার কমানোতে আমাদের দেশ সম্পূর্ণভাবে সফল হয়েছে।
সুতরাং ভারত বা থাইল্যান্ডে যেয়ে বেশ কিছু রুপি বা বাথ খরচ করে এদেশে এসে ডাক্তারদের দুর্নাম করে আখেরে লাভ হবেনা।
ইমারজেন্সি চিকিৎসা এই দেশেই নিতে হবে। আর ভাল ব্যাবহার বা কথাবার্তা দিয়ে মানসিক রোগ ভাল হতে পারে কিন্তু হৃদরোগ বা ক্যান্সার ভাল হবেনা।
__________________________

ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
Asst Surgeon(28th &29th BCS) at Forms of government
Worked at Rajshahi Medical College Hospital
Worked at Ministry of Health and Family Welfare
Former Asst Surgeon,Kazla Union Uposasthya Kendro at Asst Surgeon,Sariakandi Health Complex,Bogra

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়