Ameen Qudir

Published:
2019-09-11 22:40:12 BdST

"সকাল ৭ টা হইতে ৮ টা:দুপুর ২ঃ৩০ হইতে পরদিন ফজর পর্যন্ত: যে ডাক্তারি ডিউটি কালচার


 

 


ডা. সাঈদ এনাম

__________________________

 

সত্য মালাকার ছিলো আজকের চেম্বারের সর্বশেষ রোগী। তার এলাকার একজন পল্লী চিকিৎসক আমাকে আগে ফোন করে রেখেছিলেন। যেহেতু তার খটকা লেগেছে কাগজপত্র আর রোগীর লক্ষন দেখে তাই বিনীত অনুরোধ করেন যাতে সময় নিয়ে দেখি।

 

শেষ রোগী থাকায় সত্য মালাকারকে বেশী সময় দেয়া ছিলো আমার মর্জিমাফিক। নিত্য'র লক্ষন সে চুপচাপ থাকে, মাঝেমধ্যে একা একা কথা বলে, হাসাহাসি করে, আবার কখনো কখনো ভীষণ রেগে যায়। হাতের কাছে দা কোড়াল যা পায় তা দিয়ে মারতে উদ্যত হয়। অন্যে তার ক্ষতি করতে চায়, তার এরকম চিন্তা ভাবনাও হয়, আবার তার কানে মাঝেমধ্যে আলগা আওয়াজ ও আসে।তার এসব লক্ষন গত একমাস। এর আগে সে কিছুটা ভালো ছিলো। তবে এসব লক্ষন তার মাঝে মাঝেমধ্যে দেখা যায় গত চার বছর যাবৎ। তবে সে পুরোপুরি সুস্থ গত চার পাঁচ বছরে একটি বারের জন্যেও হয়নি।দুই মিনিটের এই সর্ট হিস্ট্রিতে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ডায়াগনোসিস করা যায় সত্য মালাকার

এর ঘোরতর মানসিক রোগ স্কিজোফ্রেনিয়া বা মুড ডিসওর্ডার।কিন্তু তার এ এযাবৎকালের প্রেসক্রিপশন দেখে আমার চোখ চড়ক গাছ। বিশেষ করে সম্প্রতি একটি সনামধন্য মেডিকেল কলেজে তার ডায়াগনোসিস ও চিকিৎসা, অত:পর সেই মেডিকেল কলেজেরই একজন কনসালটেন্ট এর প্রাইভেট চেম্বারে

সত্য মালাকারকে নিয়ে গিয়ে তার ডায়াগনোসিস ও চিকিৎসা যার পুরোটাই ছিলো ভুল। ঘোরতর ভুল এবং মামলা যোগ্য অপরাধ।

 

এবার ভুলগুলো সামান্য তুলে ধরি, প্রথমত ভুল করেছে একজন ইন্টার্ন। সে ডায়াগনোসিস করেছে কনভারসন ডিসওর্ডার। দ্বিতীয় ভুল ছিলো কনভারসন ডিসওর্ডার এর চিকিৎসায়। তৃতীয় ভুল এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছাড়পত্র ভেরীফাই করেন নি, না দেখেই রোগীকে গছিয়ে দিয়েছেন। চতুর্থ ভুল ঐ মেডিকেলেরই সংশ্লিষ্ট ওয়ার্ডের একজন কনসালটেন্ট এর প্রাইভেট চেম্বারে '

সত্য মালাকার' এর পুনরায় ভুল ডায়াগনোসিস এবং ভুল চিকিৎসা।আমার দুঃখ একজন পল্লী চিকিৎসক যে রোগ ধরতে পারলো একজন ইন্টার্ন, একজন এসিস্ট্যান্ট রেজিস্ট্রার, একজন কনসালটেন্ট সেই রোগ ধরতে পারলোনা।

 

আমরা কোথায় যাচ্ছি? আমার চিকিৎসা ব্যবস্থা কোথায় যাচ্ছে? আমাদের কে কি প্রতিদিন
"সকাল ৭ টা হইতে ৮ টা- দুপুর ২ টা পরদিন ফজর পর্যন্ত"
আর
"শুক্রবার দিন রাত ২৪ ঘন্টা" এই কালচার থেকে কি বেরিয়ে আসা উচিৎ না?

 

সাধে কি পাব্লিক আমাদের মাঝেমধ্যে ধোলাই দেয়?

 

যাক এর বিচার আপনাদের কাছে দিলাম।

 

ভুল থেকে শিক্ষা নিন।
_____________________

ডা. সাঈদ এনাম
সাইকিয়াট্রিস্ট

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়