Ameen Qudir

Published:
2019-09-10 17:42:17 BdST

১১ সেপ্টেম্বর বায়োমেট্রিক হাজিরা প্রদান থেকে বিরত থাকার আহবান চট্টগ্রাম বিএমএ-র


 

ডেস্ক
_________________________

 

চট্টগ্রাম বিএমএ র সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী বলেছেন, শুধুমাত্র চিকিৎসকদের পদোন্নতির ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরা চেয়ে জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবীতে আগামী বুধবার ১১/৯/১৯ চট্টগ্রামের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল চিকিৎসকদের প্রতীকি প্রতিবাদ স্বরুপ বায়োমেট্রিক হাজিরা প্রদান থেকে বিরত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

অবশ্যই কর্মস্হলে উপস্হিত থেকে স্বীয় কর্তব্য ও দায়িত্ব পালন করবেন;

 

(চট্টগ্রাম বিএমএ এর কার্যকরী পরিষদ সভার সিদ্বান্ত অনুযায়ী)

 

সবাই আওয়াজ তুলুন শুধুমাত্র স্বাস্হ্য ক্যডারের জন্য কেন এই আইন প্রযোজ্য হবে? সব ক্যাডরের জন্য একই আইন ও অধিকার নিশ্চিত করতে হবে।

 

পুন্শ্চ: কিছু ভূঁইফোড় অনলাইনের... কিছু কাবিল যাদের আবার ভাষা জ্ঞান বেশী এটাকে আবার ধর্মঘটের আহবান ভাববেন না।ইহা একটি প্রতিকী প্রতিবাদ কারন পদোন্নতি ক্ষেত্রে সবক্যাডারের জন্য একই আইন হতে হবে।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়