Ameen Qudir

Published:
2019-09-05 18:40:25 BdST

হাসপাতালে বায়োমেট্রিকে খুশি ডাক্তাররা: কেউ অতিরিক্ত ডিউটিতে বাধ্যও করতে পারবে না


 

ডেস্ক
____________________


হাসপাতালে বায়োমেট্রিক মেশিন বসানো হচ্ছে। ভালো কথা। চিকিৎসকরা সাধুবাদ জানাচ্ছেন। উন্নত বিশ্বের মত ডাক্তারদের ডিউটি টাইম বাংলাদেশেও ঘড়ির কাঁটায় বাঁধা হলে সমস্যা দেখছেন না ডাক্তাররা। বরং তারা ঘড়ি মেনে চলতে পারবেন। অতিরিক্ত কাজ করার দরকার পড়বে না। সমস্যা আছে অন্য জায়গায়। যে সব হাসপাতালে বসানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে,
শুক্র-শনিবার সহ বন্ধের দিনগুলোতে মেশিন উপস্থিতি হিসাব করে না । এ সমস্যার সমাধান কি!
সমস্যাটি তুলে ধরেছেন,
ডা. তৌফিক আহমেদ । এ ব্যাপারে তার মত জানিয়ে লিখেছেন,
হাসপাতালে বায়োমেট্রিক মেশিন বসানো হচ্ছে।

১। যে সমস্ত ক্ষেত্রে ডিউটি সময় কাউন্ট হয়: সকাল ৮ টা থেকে ২.৩০ পর্যন্ত, সেসব ক্ষেত্রে, দুপুর আড়াইটার পর থেকে পরেরদিন সকাল ৮ টা পর্যন্ত হাসপাতালে ডাক্তার-নার্স-টেকনিশিয়ান-ওয়ার্ডবয়দের ফাও খাটার কোনো লজিক নেই, কেউ বাধ্যও করতে পারবে না। আড়াইটা বাজবে, হাসপাতালও ফাঁকা হবে। লাউড & ক্লিয়ার।

২। শুক্র-শনিবার সহ বন্ধের দিনগুলোতে মেশিন উপস্থিতি হিসাব করে না। সুতরাং, ছুটির দিনগুলো হাসপাতাল ফাঁকা থাকলেও কারোরই কিছু বলার নেই।

দেখা যাচ্ছে, বায়োমেট্রিক সিস্টেম কর্মকর্তা-কর্মচারীদের প্রফেশনালিজমে বাধ্য করবে। মানবতা নিপাত যাক, প্রফেশনালিজম মুক্তি পাক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়