Ameen Qudir

Published:
2019-09-01 18:42:27 BdST

জাফরুল্লাহর ২বছর ইন্টার্ন বাস্তবায়ণ করে স্বাস্থ্যখাতে স্থায়ী গলদ তৈরীর পাঁয়তারা কার স্বার্থে !


 

ডা. আতিকুজ্জামান ফিলিপ
___________________________

স্বাস্থ্যখাতের হাজার হাজার কোটি টাকা লোপাটের বিচারে এ পর্যন্ত সরকারের কোন পদক্ষেপ দেখলাম না উল্টো সরকার ব্যাস্ত আছে সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় উদ্ভট জাফরুল্লানীতি বাস্তবায়ণ করে কিভাবে স্বাস্থ্যখাতে স্থায়ী গলদ(২বছর ইন্টার্নশীপের কথা বলছি) তৈরি করা যায়!

তার চেয়ে বরং সরকার বাংলাদেশ থেকে মেডিকেল শিক্ষাই তুলে দিক।
তাতে সরকারেরও লাভ, জনগনেরও লাভ!

শুধুমাত্র চিকিৎসকরাই তো জনগনের ট্যাক্সের টাকায় পড়াশুনা করে, তাই মেডিকেল শিক্ষা তুলে দিলে জনগনের ট্যাক্সের টাকা আর খালি খালি নষ্ট হবে না।

এদেশের সাংবাদিকরা মনে করে এদেশের চিকিৎসকরা শুধু ভুল চিকিৎসা করে,
তাই মেডিকেল শিক্ষা তুলে দিলে আর ভুল চিকিৎসার প্রশ্নই আসবে না!

এদেশের সাধারন জনগন মনে করে এদেশের চিকিৎসকরা কসাই আর ভারতের চিকিৎসকরা দেবতা,
তাই মেডিকেল শিক্ষা তুলে দিলে এদেশের জনগনকে আর কসাইয়ের কাছে যেতে হবে না, ভারতের দেবতারা এসে তাদের সেবা করে যাবে।

এদেশের এমপি মন্ত্রী আমলা কামলা পাতিনেতা ছাতিনেতা ও ধনিক শ্রেণীরা মনে করে,
'এদেশের ডাক্তাররা আবার ডাক্তার নাকি! মাউন্ট এলিজাবেথ আর বামরুনগ্রাদ হাসপাতালের ডাক্তাররাই দুনিয়ার সেরা ডাক্তার!'
তাই মেডিকেল শিক্ষা তুলে দিলে এদেশের এইসব নাক উচু ধনিকশ্রেনীকে এদেশের চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসার জন্যও ছুটতে হবে না সহসাই বিদেশীরা এসে তাদের সেবা দিয়ে যাবে।
____________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।

সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

___________________________________

 

যেখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল বিশাল স্থাপনা। 
এখানে সঠিক দামে এপার্টমেন্ট বিক্রি হচ্ছে। ADEPT JAHAN 
১৪ নম্বর রোডে। ৪ কাঠার ওপরে নির্মিত বাড়ি । গ্রাউন্ড +৮ । প্রায় রেডি বাড়ির ল্যান্ড লর্ড তার অংশের ফ্লাট বিক্রি করবেন। 
তিন বেড , ড্রইং ডাইনিং ও অন্যান্য সুবিধা। বিস্তারিত যোগ: :01713430902

 

বিজ্ঞাপণ : সকল যোগ :01713430902

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়