Ameen Qudir

Published:
2019-08-06 06:45:25 BdST

'স্বাস্থ্য অধিদপ্তর, বিএমএ, স্বাচিপ, ড্যাব কাউকে দেখলাম না প্রয়াত চিকিৎসকদের জন্য শোক জানাতে'


 


ডেস্ক
_______________________________

স্বাস্থ্যখাত কেমন করে এত দেউলিয়া হয়ে গেলো? সব দোষ কৌশলে চিকিৎসকদের কাঁধে চাপিয়ে দুর্নীতি আর অমানবিকতার বিধ্বংসী খেলায় মেতেছে যারা, তাদের কি কিছুই হবে না?
প্রবাসী চিকিৎসক লেখক কলামিস্ট এম আবুল হাসনাৎ মিল্টন লিখেছেন এ কথা। তিনি আরও লিখেছেন,
চিকিৎসক মরলে শোক জানানোরও কেউ নাই!

শিক্ষক নিগৃহীত হলে গর্জে ওঠেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। অতিরিক্ত আইজিপির স্ত্রী ডেঙ্গু জ্বরে মারা গেলেন, স্বরাষ্ট্র মন্ত্রী দেখতে গেলেন। চিকিৎসকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডেঙ্গু জ্বরের চিকিৎসা করছেন, চিকিৎসা করতে গিয়ে অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে নয়জন চিকিৎসক ডেঙ্গু জ্বরে ভুগে মারাও গেলেন। স্বাস্থ্য মন্ত্রীর যাওয়া তো দূরের কথা, তার পক্ষ থেকে একটা শোকবার্তাও দেখলাম না। স্বাস্থ্য অধিদপ্তর, বিএমএ, স্বাচিপ, ড্যাব কাউকেও দেখলাম না প্রয়াত চিকিৎসকদের জন্য শোক জানাতে কিংবা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে।

সারাজীবন চিকিৎসকদের খুঁত ধরতে ব্যস্ত মিডিয়াই বরং এই দু:সময়ে ডাক্তারদের দু:সাহসী ভূমিকার প্রশংসা করছে। ডাক্তারদের নিরাপত্তা ও অধিকার আদায়ের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি এন্ড রাইটস (এফডিএসআর) এর পক্ষ থেকেই কেবল মৃতদের জন্য শোক প্রকাশ করা হয়েছে, তাদের স্বজনদের সাথে যোগাযোগ করে সহমর্মিতা জানানোর চেষ্টা করা হচ্ছে।

স্বাস্থ্যখাত কেমন করে এত দেউলিয়া হয়ে গেলো? সব দোষ কৌশলে চিকিৎসকদের কাঁধে চাপিয়ে দুর্নীতি আর অমানবিকতার বিধ্বংসী খেলায় মেতেছে যারা, তাদের কি কিছুই হবে না?

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়