Ameen Qudir

Published:
2019-08-05 19:34:37 BdST

চিকিৎসকগন দয়া করে নিজের প্রাপ্য বুঝে নিন


 

 

ডাঃ শিরীন সাবিহা তন্বী

____________________________

ঘটনাটি ঐ ক্লিনিকের এক নার্স গোপনে শেয়ার করেছিল আমার কাছে।

ইন্টার্নশীপ শেষ করেই ঐ হাসপাতালে জয়েন করেছিলেন ঐ চিকিৎসক।
ক্লিনিকের দোতলাতে চিকিৎসক এর থাকার রুম ছিল।
এর পাশেই অপারেশন থিয়েটার। বাকী নিচতলা, তিনতলা রুগীর ওয়ার্ড,কেবিন।
ডাক্তার ঐ রুমেই থাকতো। মফস্বল শহরে বসে সরকারি চাকরি, ক্যারিয়ারের জন্য পড়তো। ডিউটি করতো।

এতটাই আন্তরিক সম্পর্ক হলো ধূর্ত ক্লিনিক মালিকের সঙ্গে যে ডাক্তার মাস শেষে বেতন নিতেন না।
এমন করে বেতনের পরিমাণ টা এখন থেকে দশ বছর আগে দাঁড়ালো সাড়ে তিন লাখের মতো।

প্রথম কয়েকদিন গড়িমসি।আজ দিচ্ছি। কাল দিচ্ছি ।

ডিপ্লোমা নার্স না। শিখিয়ে নেয়া এক অপরুপা সুন্দরী নার্স কাজ করতো ঐ ক্লিনিকে।

ক্লিনিক মালিকের সঙ্গে গোপন কনট্যাক্ট। গভীর রাতে রুগী এসেছে বলে ডাক্তার ডাকতে গেল নার্স।ডাক্তারের রুমে নার্স ঢুকতেই বাইরে থেকে দরজা বন্ধ হলো।এলাকার পেইড এবং রেডী করা গুন্ডা এসে ক্লিনিক ঘেরাও করলো।

ঐ অষ্টম শ্রেণি পাস নার্স কে বিয়ে করতে হবে।

ক্লিনিক মালিক তখন অবতার।
দশ হাজার টাকা হাতে দিয়ে ক্লিনিকের পেছনের দরজা দিয়ে ডাক্তার কে বের করে দিলেন।
সাড়ে তিন লক্ষ টাকার ডাক্তারের পাওনা বেতনের এই পরিনতি।
মেয়ে ডাক্তারের ক্ষেত্রে বিপদে ফেলা আরো সহজ।

প্রিয় চিকিৎসক ভাই বোনেরা।
আপনারা যারা বেসরকারি ক্লিনিক/হাসপাতাল/ডায়াগনষ্টিক সেন্টারে কাজ করছেন। সাবধান।।

(১) নিয়োগ পত্র ছাড়া কেউ চাকরিতে জয়েন করবেন না।
(২) ডাক্তার ছাড়া ক্লিনিক চালালে অত্র এলাকার সিভিল সার্জন কে জানান।।

(৩) কোন অনাকাঙ্খিত সিচুয়েশন এরাইজ করলে এলাকার থানাতে ইনফর্ম করুন।নিজ পরিবারকে জানান। মেডিকেল কলেজ এর ব্যাচ মেট/সিনিয়র দের জানান।

(৪) যে মাসের বেতন সে মাসে আদায় করুন।

(৫) বেতন নিয়ে কোন রকমের গড়িমসি করলে নিজে সমাধান করতে গিয়ে বিপদে না পড়ে চিকিৎসক মহলকে জানান।

দেশের যে প্রান্তেই কাজ করুন না কেন আপনি একা নন। নিজেকে চিকিৎসক কমিউনিটির সাথে কানেক্টেড রাখুন।
________________________

ডাঃ শিরীন সাবিহা তন্বী
সুলেখক

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়