Ameen Qudir

Published:
2019-07-30 23:00:05 BdST

ডেঙ্গু: স্বাস্থ্য মন্ত্রকের উপসচিবের স্ত্রীসহ আরও মৃত্যু: বাড়ছে মৃতের সারি: বাড়ছে গুজব অপপ্রচার


 
ডেস্ক
_____________________

ডেঙ্গি মশা জনিত রোগ জ্বর ক্রমশ ব্যপক আকার ধারণ করছে। মারা একের পর এক মানুষ। শুধু ঢাকা মেডিকেলেই মারা গেছেন ৬ নারী। এ রোগের প্রতিরোধ করতে দরকার ব্যপক জনসচেতনতা। বাস্তবে হচ্ছে উল্টো। পরিকল্পিত ও অজ্ঞতার কারণে ছড়ানো হচ্ছে নানা গুজব ও কু সংস্কার। তাতে বাড়ছে মৃত্যুর কাফেলা। যদি একমাত্র জনসচেতনতা দিয়ে ভারতবর্ষসহ নানা দেশ এই রোগ প্রতিরোধে বিশাল সাফল্য দেখাচ্ছে। বাংলাদেশে চলছে সস্তা হিরোগিরি  ও কুসংস্কার প্রচার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল ইসলামর স্ত্রী ফারজানা হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে মারা গেছেন। সোমবার রাত ১টার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এনিয়ে ঢামেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ এ। এদের মধ্যে ৬ জনই নারী।

অপরদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়