Ameen Qudir

Published:
2019-03-11 20:16:46 BdST

রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিরাপত্তা সম্মান দিন, বাংলার চিকিৎসকদের সক্ষমতা বুঝে নিন


 


ডা.মোহাম্মদ হুমায়ুন কবির
_________________________

১.বাস্তবতাঃএকজন হৃদরোগ বিশেষজ্ঞ অন্য চিকিৎসকের সাহায্য ছাড়া একা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন,যদি ভীড় নিয়ন্ত্রণ নিজেই করেন,যদি সিরিয়াল নিজেই মেইনটেন করেন,যদি দশ জন দালাল ঘিরে থাকেন,যদি দুইজন দালাল সর্দার রোগীর চেয়ারে বসে ওঁত পেতে থাকেন তার ল্যাবে অপ্রয়োজনীয় ও মানহীন পরীক্ষা নিশ্চিত করতে,যদি পাঁচটি ঔষধ কোম্পানি পাহারা দেন তাঁর ঔষধ অপ্রয়োজনে লেখানোর প্রলোভন নিয়ে, যদি নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের কাছেই থাকে , যদি বিশজন রোগী অপেক্ষায় থাকেন,যদি দুইজন সাংবাদিক স্ট্যান্টবাই তাঁর জীবিকা ভুল চিকিৎসার সন্ধানে দুটি ক্যামেরা তাক করে রাখেন,যদি ইসিজি মেশিন নষ্ট থাকে, যদি স্থানীয় সাংসদ সদলবলে হার্ট এটাকের রোগী হয়ে আসেন, যদি ইসিজি করতে তাঁকে বাইরে পাঠানো হয়, যদি তিনি রাস্তায় মারা যান(আল্লাহ্ না করুন),যদি রোগীর লোক সংক্ষুব্ধ হয়ে লাঠি নেন,দায় কার?হার্ট এটাক কনফার্ম করতে ইসিজির সাথে সিরাম ট্রপোনিনও লাগে।কোন দেবী শেঠি,কোন প্রধানমন্ত্রীর কাছে দিবেন এই হৃদরোগ বিশেষজ্ঞের চিকিৎসার সত্যায়ন?ইন্ডিয়া-সিঙ্গাপুর যারা যেতে পারেন না তাদের শরীরের গঠন-কার্যাবলীও কিন্তু অভিন্ন!ইন্ডিয়া-সিঙ্গাপুর কেন,এয়ার-এম্বুলেন্স কেন, মুহূর্তে জেলা হাসপাতালে যাওয়াওতো অসম্ভব!
প্রতি মুহূর্তে চিকিৎসকরা রোগীর প্রতি এমন রাষ্ট্রীয় বঞ্চনার দায় বহন করে নিজের আয়ু কমাচ্ছে!https://www.facebook.com/groups/237437117028526/permalink/423148415124061/

২.নিবেদনঃ সর্বশক্তিমানের অপার কৃপা ও দেশের একমাত্র স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান স্যারের নেতৃত্বে হৃদরোগ বিশেষজ্ঞ টীমের জীবন রক্ষাকারী সিপিআর, প্রাইমারী
পিসিআই, আইএবিপিসহ বিশ্বমানের চিকিৎসায় মন্ত্রী ওবায়দুল কাদের মহোদয়ের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।এই রোগে 100 জনে 50 জন বাড়ীতে মৃত্যু বরণ করেন,25 জন যথাযথ চিকিৎসা পাওয়ার পর হাসপাতালে মৃত্যু বরণ করেন,25 জন বাঁচেন।এই যাত্রায় বেঁচে গেলে মাননীয় মন্ত্রীর বাইপাস অপারেশন লাগতে পারে।মহোদয়ের দ্রুত আরোগ্য কামনা!জনপ্রতিনিধিগনের প্রতি নিবেদন,স্ট্রেচ এড়িয়ে চলুন বা সংক্ষিপ্ত করুন।আপনার জীবনটি আপনার একার।সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ,আপনার জীবিকার জন্য অন্যের গোপনীয়তা বা চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেই বিষয়ে যত্নবান হবেন।রোগীর প্রতি অনুরোধ,আপনার জীবন শংকায় আপনার চিকিৎসক ভাইকেই কাছে পাবেন,বিদেশীকে নয়,দেশের চিকিৎসকের উপর আস্থা রাখুন, দেশের চিকিৎসা সেবা বিকাশে ভূমিকা রাখুন,অপ্রয়োজনীয় সমালোচনা এড়িয়ে গঠনমূলক সমালোচনা করুন,আপনার কোন কথা যাতে আপনার চিকিৎসকের মনোবল নষ্ট না করে।https://www.facebook.com/groups/cardiologistbangladesh/permalink/2125463900900310/
৩.জিজ্ঞাসাঃ রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,স্পিকারের জন্য বিদেশে চিকিৎসা, কৃষক,শ্রমিক,রিকশাওয়ালার জন্য কেন বিনা প্রেসক্রিপশনের তিনদিনের এন্টিবায়োটিক!রোগী রোগে কেন ভিআইপি নন?https://m.facebook.com/story.php?story_fbid=2277559505824782&id=100007122640903
৪.প্রত্যাশাঃসবাই রোগে ক্রিটিক্যাল হন ,চিকিৎসায় কেন সবাই ভিআইপি নন?তন্ত্রের কাছে গণের প্রত্যাশা,দেশেই হোক সবার ভিআইপি চিকিৎসা !
৫.পর্যবেক্ষণঃ একজন নগণ্য হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে বলতে পারি, মন্ত্রী ওবায়দুল কাদের মহোদয়ের চিকিৎসার ফলাফল দেশে যাই হবে বিদেশেও তাই হবে।
৬.সক্ষমতাঃহৃদপিন্ড প্রতিস্থাপন(Cardiac Transplantation)ছাড়া হৃদরোগের সব চিকিৎসা উন্নতবিশ্বের সমমান নিয়ে বাংলাদেশে বিদ্যমান আছে!https://m.facebook.com/story.php?story_fbid=1681198255359501&id=100004080283499
৭.কৈফিয়তঃ সমালোচনা,হয়রানী,হেনস্থা আর অসম্মানের ভয়ে চিকিৎসকের ডিশোল্ডারিং এর লজিক বোঝার ষষ্ঠ ইন্দ্রিয় বিকাশের দায় রাষ্ট্রীয়!চিকিৎসা টী-স্টলের সস্তা রাজনীতি নয়,প্রতিরক্ষার চেয়ে সার্বজনীন, ব্যয়বহুল ও সপোস্টিকেটেড হাইটেক সেবা,আছে জীবন হানির আশংকাও!https://www.facebook.com/groups/platform.bd/permalink/1333016600171129/
৮.প্রস্তাবনা একঃ শৃঙ্খলা,নিরাপত্তা,ভীড় নিয়ন্ত্রণ, জনসংযোগ প্রভৃতি বিবেচনায় মেডিক্যাল বিশ্ববিদ্যায়,বিশেষায়িত ইন্সটিটিউটের অধ্যাপক সমন্বয়ে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতালে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির চিকিৎসা প্রদান করে বিদেশে চিকিৎসা সীমিত করা সম্ভব।পর্যায়ক্রমে সব হাসপাতালে শৃংখলা,নিরাপত্তা,ভীড় নিয়ন্ত্রণ, জনসংযোগ প্রভৃতি নিশ্চিতকরনের মাধ্যমে রোগীর ট্রান্সপোর্টেশন ও হয়রানি সীমিত করা সম্ভব।
৯.প্রস্তাবনা দুইঃজাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হোক,চিকিৎসকগণ সম্মানিত ও অনুপ্রাণিত হবেন।
১০.বিনীত নিবেদন একঃআপনার সহযোগিতা প্রার্থণীয়। https://m.facebook.com/story.php…
১১.বিনীত নিবেদন দুইঃhttps://m.facebook.com/story.php?story_fbid=250048985871944&id=100026005343289
১২.পুনশ্চ একঃঅনেকের ধারণা,এতো কিছু যখন পারেন হৃদরোগ বিশেষজ্ঞরা ইসিজি মেশিনও সারাতে পারেন,আসলে যন্ত্রপাতি সারানোর কাজটি যন্ত্র/বায়োমেডিক্যাল প্রকৌশলীর।অজ্ঞ,অসহায় রোগী দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হন;শিক্ষিত,সচেতন ও সংক্ষুব্ধ রোগীর লোক নার্স ও কার্ডিওগ্রাফারের কাছে তেড়ে এসে মারমুখী হন,তাদের ধারণা কমিশন খাওয়ার জন্য মেশিনটি নষ্ট করে রাখা হয়েছে।এতে আছে হৃদরোগ বিশেষজ্ঞের অসহাত্ব ও নীরব সত্যায়ন।

১৩.পুনশ্চ দুইঃদেশ,হৃদরোগ বিশেষজ্ঞের উপস্থিতি নিশ্চিত করেই তোমার দায় শেষ?দেশ,তোমার চোখে অন্ধকার কেন এতো বেশ?দেশ, তুমি কেন করো, এতো বিদেশ বিদেশ?

১৪.পুনশ্চ তিনঃরাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দিন,রাষ্ট্রাচারে সম্মান দিন,বিশেষ নিরাপত্তা দিন,বাংলার চিকিৎসক দামাল ছেলে-মেয়েদের সক্ষমতা বুঝে নিন!1.http://web.dailyjanakantha.com/…/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%…/
2.http://www.dailyjanakantha.com/…/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%9…
3.https://m.facebook.com/story.php?story_fbid=10158767519343973&id=771643972
(Editing&compiling is going on,seeking constructive criticism)
______________________________

ডা.মোহাম্মদ হুমায়ুন কবির
হৃদরোগ বিশেষজ্ঞ

৯২-৯৩ সেশন
রংপুর মেডিকেল কলেজ
[email protected]

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়