Ameen Qudir

Published:
2019-02-05 10:08:03 BdST

একজন চিকিৎসক হিসেবে শুধু লজ্জিতই না বরং নিজেকে অপরাধীও মনে হচ্ছে !


 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
-----------------------------------------------

ইণ্ডিপেণ্ডেন্ট টিভিতে একটি প্রতিবেদন দেখলাম।
প্রতিবেদনটি দেখে একেবারেই হকচকিয়ে গেছি!
একজন চিকিৎসক হিসেবে শুধু লজ্জিত বোধই করছি না বরং নিজেকে একজন অপরাধীও মনে হচ্ছে!

প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে গত ২৭জানুয়ারি একজন রুগি বুকে ব্যাথা অনুভব করে লক্ষিপুর সরকারি হাসপাতালের আউটডোরে যোগাযোগ করেন।
সেখান থেকে তাকে ঐ হাসপাতালের কার্ডিওলজিস্ট চিকিৎসকর রুমে পাঠানো হয়।
সেখানে তাকে না পেয়ে রুগির লোক তার ফোন নাম্বার সংগ্রহ করে তাকে ফোন করেন।

ফোন রিসিভ করে তিনি সিভিল সার্জন অফিসে এক জরুরী মিটিঙে আছেন এবং এখন আসা সম্ভব নয় জানিয়ে কলটি কেটে দেন।

পরে লক্ষিপুর হাসপাতালের পাশে এক প্রাইভেট ক্লিনিকে গিয়ে দেখা যায় চিকিৎসক সেখানে রুগি দেখছেন।
হাসপাতালে আসা রুগিটি অবশ্য ততক্ষণে(৪০মিনিটের মধ্যে) ইহধাম ছেড়ে চলে গেছেন।
______

কিছু করতে পারি আর না পারি আমরা সবসময়ই অন্তঃত চেষ্টা করে যাচ্ছি 'চিকিৎসকদের ন্যায্য অধিকার ও পেশার মর্যাদা রক্ষায়' আমাদের জোরালো অবস্থান তুলে ধরার জন্য।

হ্যাঁ, এটা সত্য যে 'চিকিৎসকদের ন্যায্য অধিকার ও পেশার মর্যাদা রক্ষা'র আন্দোলনে আমাদের অর্জন এখনো পর্যন্ত প্রায় শূন্য।
এখনো আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি, আগাতে পারিনি একটুকুও!

তবে কোন একজন চিকিৎসকের এমন অসাদাচরন এবং অফিস চলাকালীন সময়ে হাসপাতালের রুগি রেখে প্রাইভেট ক্লিনিকে রুগি দেখার মতো চরম ন্যাক্কারজনক কাজ 'অধিকার আদায়ের সংগ্রামে' আগানো তো দূরে থাক বরং তা আমাদেরকে যোজন যোজন আলোকবর্ষ পেছনে ঠেলে দেবে সন্দেহাতীতভাবে।

এধরনের ঘটনা সমাজে আমাদের বিরুদ্ধে প্রচলিত বিভিন্ন অপপ্রচারকে সত্য বলে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।

সময় এসেছে আমাদের নিজেদের আত্মসমালোচনা করার।
আমাদেরও নিজেদেরকে শোধরাতে হবে।
কতিপয় অসাধুর জন্য আমরা গোটা পেশাকে কলঙ্কিত হতে দিতে পারিনা।
-----------------------------------------

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়