Ameen Qudir

Published:
2019-01-07 22:25:57 BdST

সবিশেষ সাংসদ হওয়ার পরও নিরবচ্ছিন্ন পড়াশোনা করে এমফিল পাশ করেন নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী


 

ডেস্ক
______________________

নতুন সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মেধাবী চিকিৎসক; তেমনি সঙ্গীত সাধক। রাজনীতির তুমুল ব্যস্ততার মাঝেই নিরবচ্ছিন্ন মনোযোগে পড়াশোনা করে পাশ করেছিলেন মেডিকেল উচ্চতর ডিগ্রির পরীক্ষায় । রাজনীতির পাঠের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে চালিয়ে গেছেন উচ্চতর চিকিৎসা বিদ্যার পাঠ। সাংসদ হওয়ার পরও মেডিকেল উচ্চপাঠে ছেদ ঘটে নি।

সঙ্গীত শিল্পী সুরসাধক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্তরোগ বিভাগের চিকিৎসক ডা. গুলজার হোসেন উজ্জ্বল জানান, ডা. মুরাদ হাসান।
আমি যখন এমফিল অনকোলজিতে ঢুকি তখন উনি এমফিল পার্ট টু পরীক্ষার্থী।

সে সময় প্রথমবার এমপি হলেন। ২০০৮ এর নির্বাচনে।

এমপি হবার পর ডাঃ মুরাদ হাসান,এমপি ভাইভা বোর্ডে বসেন। পার্ট টু পাশও করেন। এরপর থিসিস পাশ করেন এমপি অবস্থাতেই।

সজ্জন,মেধাবী ও বহুমাত্রিক মানুষ, সন্দেহ নেই।

উনার আরেকটা গুনের কথা অনেকেই জানেননা। উনি খুব ভাল গান করতেন। হারানো দিনের গান নিয়ে উনার একটি এলবাম প্রকাশিত হয়েছিল। এখন বোধ করি চর্চা নেই৷ চাইলে উনি দেশের প্রথম সারির কন্ঠশিল্পীও হতে পারতেন৷

মুরাদ ভাই স্বাস্থ্য প্রতিমন্ত্রী হলেন। আমার এক্স সিনিয়র কোর্সমেট স্বাস্থ্যপ্রতিমন্ত্রী। এই শীতেও গরম লাগছে৷

অভিনন্দন ডাঃ মুরাদ হাসান।

______________________

নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হলেন লোকসেবী ডা. মুরাদ হাসান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অনারারি কনসালটেন্ট হিসেবে সফল দায়িত্ব পালন করেন ডা. মুরাদ হাসান । হাজারো মানুষ তার স্বাস্থ্যসেবা পেয়েছেন। সাংসদ হওয়ার পরও তিনি লোকসেবায় ওতোপ্রতো জড়িত আছেন। এলাকায় নি:স্বার্থ ভাবে স্বাস্থ্যসেবা দেন তিনি। ২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচিত হন।

তিনি জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন নতুন এ স্বাস্থ্যপ্রতিমন্ত্রী।

ডা. মুরাদ হাসান জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর কেন্দ্রীয় নেতা। তাঁর বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ১৭ হাজার ১শ ৯৮ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক প্রার্থী মোখলেছুর রহমান পেয়েছেন ১ হাজার ৫শ ৯৩ ভোট।

 


ডাঃ মুরাদ হাসানকে নিয়ে আরও খবর

https://daktarprotidin.com/b-s-m-m-u/3293/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়