DESK

Published:
2024-08-06 10:24:48 BdST

অন্তর্বর্তী সরকারে বরেণ্য চিকিৎসক মুখ দেখতে চাই


লেখক:প্রফেসর ডা. সুলতানা আলগিন মনোরোগ বিদ্যা বিভাগ,কনসালটেন্ট ওসিডি ক্লিনিক এবং জেরিয়াট্রিক ক্লিনিক, প্রধান, সাইকোথেরাপি উইং, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় , ঢাকা


প্রফেসর ডা. সুলতানা আলগিন

মনোরোগ বিদ্যা বিভাগ,

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় , ঢাকা
__________________________________

অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে । বাংলাদেশের বিভিন্ন পেশার বরেণ্য পেশাজীবি ব্যক্তিদের নিয়ে গঠন হচ্ছে এই সরকার। একজন স্বাস্থ্যসেবী চিকিৎসক হিসেবে এই
অন্তর্বর্তী সরকারে বরেণ্য চিকিৎসক মুখ দেখতে চাই ।
রাজনীতির পর যে কোন সমাজ, রাষ্ট্র , দেশে চিকিৎসক পেশাজীবিরা সবচেয়ে জনমুখী এবং জনবান্ধব। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ। এই পেশার প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে এজন্য দেখতে চাই যে, এই সরকার আগামীর জন্য একটি জনমুখী , জনকল্যাণী রুপরেখা প্রনয়ণ করবে। সেখানে ডাক্তারদের অংশগ্রহণ আবশ্যক।
বাংলাদেশের জাতীয় অধ্যাপকদের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যার হলেন চিকিৎসক অধ্যাপকবৃন্দ।
কথাটা এই পেশার মর্যাদা ও সম্মান বোঝাতে বললাম। মহান এই
পেশার মর্যাদা ও সম্মানের কথা মাথায় রেখে অন্তর্বর্তী সরকারে বরেণ্য চিকিৎসককে রাখার দাবি জানাই।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়