ডা শাহাদাত হোসেন

Published:
2022-10-31 19:57:47 BdST

হে রাষ্ট্রনায়ক,ইন্সটিটিউট অব অঙ্কোলজি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিন


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী: প্রাক্তন অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_____________________

ইন্সটিটিউট অব অঙ্কোলজি প্রতিষ্ঠা কি অগ্রাধিকার তালিকায় আসা অনুচিত?
নিউরোসায়েন্স ইন্সটিটুট, কারডিওভাস্কুলার ইন্সটিটুটের মত হওয়া উচিত ইন্সটিটুট অব অঙ্কোলজি । তাহলে আধুনিক থেরাপি গবেষণা আর আধুনিক অঙ্কোলজি ল্যাব প্রতিষ্ঠা হবে।
দেশে হার্ট , কিডনি , নিউরলজি আরথ্রাইটিস হাড়ের রোগ , ডায়েবেটিস, এন্ডোক্রাইন রোগ , পাচক নালির রোগ , বক্ষ রোগ চিকিৎসা বেশ শক্তিশালী ।
ক্যান্সার চিকিৎসার জন্য অনেক লোকের বাইরে যাওয়ার দরকার হবেনা
বা তারা যাবে না ।

আমি মনে করি তরুন অঙ্কলজিস্ট বা মধ্য বয়সি যারা আছেণ অঙ্কলজিতে , তারা বাইরে উন্নত দেশে অঙ্কোলজি পড়ে, কাজ করে এলে দেশের অনেক লাভ হবে ।
আমি একজন ক্যান্সার সারভাইবার হিসা বে নয় কেবল এদেশের অনেক ক্যান্সার আক্রান্ত মানুষ এর কণ্ঠএর উচ্চারিত বার্তা তুলে ধরি ।
আমরা অনেকটা প্রথাগত বা প্রচলিত থেরাপিতে আছি , ।
অনেক আধুনিক থেরাপি থেকে দূরে ।
ক্যান্সার ডায়াগনোসিসের জন্য অঙ্কোলজি ল্যাব নাই বা যে হেলথ ল্যাব আছে এতে ক্যান্সার ডায়াগনোসিসের টেস্ট প্রায় গুলো হয়না।
কারন হিসাবে ল্যাব প্রধান ও হাস পাতাল প্রধান দের বক্তব্য কেউ অনেক টেস্ট লেখেন না তাই করিনা
প্রাইভেট ল্যাব ব্যবসা ভিত্তিক তাই তাদের পক্ষে সম্ভব হয় না । সরকার ইচ্ছা করলে এরকম ল্যাব আর টেস্ট করা প্রতিষ্ঠা করতে পারেন ।
আমাদের সাথে উন্নত দেশের বিশেষজ্ঞ বিনিময় , গবেষণা শিক্ষা প্রশিক্ষন এসব করলে ভাল হবে, প্রযুক্তি বিনিময় দরকার ।
আমরা অনেক সময় অযথা বিদেশে লোক পাঠাই কিছু শেখার জন্য প্রশিক্ষনে বা সেমিনারে । আমাদের জণ গনের স্বাস্থ্য ও অন্যান্য সমস্যা নিরসনের দিকে খেয়াল রাখা উচিত কোন শিক্ষা প্রশিক্ষন যৌক্তিক হবে তা বিচারের সময় ।আমরা একে খুব গতানুগতিক মনে করি গেলাম শিখলাম বা না শিখলাম কথা নয় বাজার সয়দা করলাম , এই ত প্রশিক্ষন অনেক ক্ষেত্রে এর কি জবাব দিহিতা আছে ?
যারা নন কমিইউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করেন যারা বিশেষজ্ঞ যারা কর্তা ব্যক্তি তারা আশা করি অনুধাবন করেইছেন ক্যান্সার দেশে বাড়ছে । আমার মনে হয় মেডিক্যাল বিশ্ব বিদ্যলয় বিশেষ করে বি এস এম এম ইউ অঙ্কলজি ল্যাবের ব্যাপারে অগ্রবর্তী ভুমিকা নিতে পারে ।সে সঙ্গে ক্যান্সার ইন্সটিটুট নিতে পারে অগ্রসর ভুমিকা ।
___________________

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী: প্রাক্তন অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়