Dr.Liakat Ali

Published:
2022-10-13 04:55:15 BdST

বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি গোল্ড মেডেল পেলেন নয়াদিল্লির বরেণ্য অধ্যাপক ডা. রোহিনী হান্ডা


অধ্যাপক ডা. রোহিনী হান্ডা

 

ডেস্ক
________________

উপমহাদেশের বরেণ্য রিউমাটোলজিস্ট
অধ্যাপক ডা. রোহিনী হান্ডাকে
বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির পক্ষ থেকে সম্মান জনক বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি গোল্ড মেডেল প্রদান করা হয়েছে। রোগী সেবায় ভারতবর্ষ উপমহাদেশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মান দেওয়া হয়েছে। ডা. রোহিনীর নয়াদিল্লিস্থ রিউমাটোলজি ক্লিনিক রোগী সেবায় উপমহাদেশ জুড়ে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

‘ইটস ইন ইয়োর হ্যান্ড, টেক অ্যাকশন’ অর্থাৎ ‘চিকিৎসা আপনার হাতে, ব্যবস্থা নিন’ এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত (বিএসএমএমইউ) ‘বিশ্ব আর্থ্রাইটিস দিবস’র অনুষ্ঠানে এ সম্মান দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

 

 

শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি আয়োজিত ‘সেলেব্রেশন অব ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে এন্ড এমএ আলম ওরাটেশন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান, ভারতের অধ্যাপক ডা. রোহিনী হান্ডা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মোঃ আবু শাহীন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ রিমাউটোলোজি সোসাইটর সভাপতি অধ্যাপক ডা.সৈয়দ আতিকুল হক।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়