SAHA ANTAR

Published:
2022-09-13 03:32:08 BdST

অপারেশন থিয়েটারে রোগী, রাস্তায় প্রবল যানজট, ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে পৌঁছলেন ডাক্তার গোবিন্দ


প্রায় তিন কিমি রাস্তা দৌড়ে হাসপাতালে পৌঁছন ওই চিকিৎসক। ছবি টুইটার।

 

 


সংবাদ সংস্থা


একেই বলে কর্তব্যবোধ! রাস্তায় তীব্র যানজট। কিন্তু গাড়িতে অপেক্ষা করার জো নেই। কারণ হাসপাতালে পৌঁছেই তাঁকে অস্ত্রোপচার করতে হবে। তাঁর জন্য সকাল থেকে অপেক্ষায় রয়েছেন রোগীরা। এই ভেবে দেরি না করে মাঝপথে গাড়ি থেকে নেমে প্রায় ৪৫ মিনিট দৌড়ে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে হাসপাতালে পৌঁছলেন বেঙ্গালুরুর এক চিকিৎসক।


বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে কর্মরত ওই চিকিৎসক গোবিন্দ নন্দকুমারের এই কাণ্ডে মজেছেন সকলেই। গত ৩০ অগস্ট হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যানজট তৈরি হয়। সরজাপুর-মারাঠাহাল্লি রাস্তায় যানজটে আটকে পড়ে তাঁর গাড়ি। হাসপাতালে গিয়েই রোগীদের গলব্লাডার অস্ত্রোপচার করার কথা ওই চিকিৎসকের। তাই রোগীদের কথা ভেবেই শেষমেশ গাড়ি থেকে নেমে দৌড় শুরু করেন নন্দকুমার।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়