SAHA ANTAR

Published:
2021-05-27 04:12:25 BdST

শিশুর জীবন বাঁচাতে আনুশকা জোগাড় করলেন ১৮ কোটি ৬৫ লাখ টাকা


 

সংবাদ সংস্থা


বিজ্ঞাপনের আস্ফালন নয়,প্রকৃতই
অসম্ভবকে সম্ভব করে দেখালেন আনুশকা শর্মা। দুরারোগ্য স্পাইনাল ম্যাস্কুলর অ্যাট্রোফিতে (এসএমএ) আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য জোগাড় করলেন ১৬ কোটি রুপি বা ১৮ কোটি ৬৫ লাখ টাকা।
স্বামী বিরাট কোহলি ছিলেন তার সঙ্গে।
আয়াংশ গুপ্ত নামে  এই  বাঙালি শিশুর চিকিৎসার জন্য তার পরিবারের দরকার এই টাকা। কিন্তু তার মা-বাবার কাছে এত টাকা ছিল না। তাই তাঁরা প্রাথমিকভাবে টুইটারে ‘আয়াংশ ফাইটস এসএমএ’ নামে একটি অ্যাকাউন্ট খোলেন।

 

টুইটারে খোলা ‘আয়াংশ ফাইটস এসএমএ’ নামে অ্যাকাউন্টটি নজরে আসে বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতির। তাঁরা এই তহবিলে কেবল অর্থ দিয়েই দায়িত্ব শেষ করেননি। অন্যদেরও এগিয়ে আসার অনুরোধ করেন। বিরাট ও আনুশকার ডাকে সাড়া দিয়েছেন সারা আলী খান, ইমরান হাশমি, অর্জুন কাপুর, কার্তিক আরিয়ান, রাজকুমার রাওসহ অসংখ্য বলিউড তারকা। তাঁরাও এই তহবিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ জমা দেন। তাঁরাও আবার অন্যদের মানবিক এই কাজে এগিয়ে আসার অনুরোধ করেন। ৬৫ হাজারের বেশি মানুষ অর্থ দেন সেই তহবিলে। এর ফলে চিকিৎসার সম্পূর্ণ অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে।

টুইটারে দেওয়া এক পোস্টে আনুশকা লেখেন, ‘আমরা পেরেছি। শেষ পর্যন্ত চিকিৎসার পুরো অর্থ সংগ্রহ করতে পেরেছি। আমি কখনোই ভাবিনি এত অল্প সময়ে, আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা শিশুটির চিকিৎসার পুরো অর্থ জোগাড় করতে পারব। এই তহবিলে আপনারা যাঁরা অর্থ দিয়েছেন, জীবন বাঁচানোর যুদ্ধে এই জয় আপনাদের সবার।’

এদিকে ‘আয়াংশ ফাইটস এসএমএ’ টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আনুশকা ও বিরাট দম্পতিকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, ‘আমরা বরাবরই আনুশকা-বিরাট কোহলি দম্পতির ভক্ত ছিলাম। কিন্তু আমাদের জন্য তাঁরা যা করলেন, তা অকল্পনীয়, অমূল্য। কখনোই আমরা ভাবিনি, তাঁরা আমাদের দুশ্চিন্তা নিজেদের করে নেবেন। এমন কিছু একটা ঘটবে।’

টুইটার পোস্টে আয়াংশের বাবা ও মা জোগেশ ও রূপাল গুপ্তা আরও লেখেন, ‘অর্থ সংগ্রহের এই লড়াইয়ে আপনারা এক ছক্কায় আমাদের জিতিয়ে দিলেন। সারা জীবন আপনাদের এই উদারতা আর মহত্ত্বের কথা মনে রাখব। ৬৫ হাজারেরও বেশি মানুষ এই তহবিলে অর্থ দিয়ে সহায়তা করেছেন। কিছুদিনের মধ্যেই আয়াংশের চিকিৎসা শুরু হবে। আমরা আপনাদের আপডেট জানাতে থাকব।’


এদিকে বিরাট ও আনুশকা দম্পতির করোনা তহবিলেও জমা হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি অর্থ। এই কারণেও একাধিকবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই দম্পতি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়