Dr. Aminul Islam

Published:
2021-05-03 15:51:28 BdST

প্রসব জটিলতার লাখো নিগৃহীত নারীর জীবন রক্ষাকারী ডা. সায়েবার সেবালয়কে জাকাত দিন



বিজ্ঞপ্তি
-------------------

প্রসব জনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে পরিবার পরিজনদের কাছ থেকে নিগৃহীত হয়ে হাজারো নারীর ঠাঁই হয় প্রোফেসর সায়েবা আক্তারের “MAMM’s Institute of Fistula and Women’s Health” এ।প্রসবজনিত ফিস্টুলা, জরায়ু নিচের দিকে নেমে যাওয়া সহ যোনিপথ ছিড়ে যাওয়া এবং অনিয়ন্ত্রিত প্রসাব ও পায়খানা ঝড়ার চিকিৎসা ও অপারেশন করা হয় এখানে সম্পূর্ণ বিনা খরচে।
২০১৩ সাল থেকে যাত্রা শুরু করে চিকিৎসাসেবার পাশাপাশি সল্প পরিসরে অসহায় নারীদের পূনর্বাসনের ব্যাবস্থা করেছে প্রতিষ্ঠানটি।মূলত যাকাত এবং ডোনেশনের মাধ্যমেই চলে মামস ইনস্টিটিউট।
আর্ত মানবতার সেবা এক ধরনের আত্মতৃপ্তি দেয়। বৃহৎ পরিসরে এসব অসহায় নারীদের পাশে দাঁড়ানোর সপ্ন দেখেন প্রতিষ্ঠানটির জনক প্রফেসর সায়েবা আক্তার। সেজন্য আহবান করলেন সমাজের বিত্তবানদের সহযোগীতা।
এসব অসহায় নারীদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাদের জাকাত মামস ইনস্টিটিউটে দান করতে চাইলে নিচের
অ্যাকাউন্টে দিতে পারেন
যাকাত ফান্ড, মামস ইনস্টিটিউট ওফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ,
ন্যাশনাল ব্যাংক লিমিটেড, নিউ ইস্কাটন ব্রান্চ।
অ্যাকাউন্ট নাম্বার: ১১১১০০০৩৭৯২৫৭

আপনাদের সামান্য সহযোগীতা একজন অসহায় নারীর মুখে, একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। ধন্যবাদ

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়