ডেস্ক

Published:
2021-04-20 05:53:31 BdST

মন্দির, গির্জা,গুরুদোয়ারাসহ উপাসনালয় কর্তৃপক্ষ কোভিড সেন্টার খুলেছে বিভিন্ন রাজ্যে


 

ডা শামসুল আলম
---------------

ভারত বর্ষের বিভিন্ন শহরে মন্দির, গির্জা,গুরুদোয়ারা, রামকৃষ্ণ মিশন সহ উপাসনালয় কর্তৃপক্ষ কোভিড সেন্টার ও সেবালয় চালু করেছে।

বিষয়টিতে মুগ্ধতা বোধ করছি।

বাংলাদেশে ধর্ম প্রাণ বেশির ভাগ মানুষ।
করোনার কবলে বাংলাদেশ বিপন্ন।
এখানেও মন্দির, মসজিদ, গির্জার কর্তৃপক্ষ এমন মানবিক উদ্যোগ নিতে পারেন।
সরকারি পেশি চাকুরির হ্যাডম বিকৃতি নিয়ে ব্যস্ত না হয়ে এই দিকে কাজ করলে মানুষ বাঁচবে।
মানুষের জীবনরক্ষার চেয়ে বড় ধর্ম নেই।
জীবন রক্ষা করা র দায়িত্ব শুধু ডাক্তারদের না চাপিয়ে ধর্ম প্রাণ মানুষ এগিয়ে অাসুন।

ডা সুব্রত ঘোষ জানান,ভারতের প্রতিটি রাজ্যের বড় মন্দির তাদের নিজেদের মন্দিরের জায়গায় কোভিড সেন্টার তৈরী শুরু করেছে। যেখানে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হবে এবং তাদের পরিবারের সদস্যদেরও বিনামূল্যে খাদ্য ও থাকার ব্যবস্থা করা হবে।

 

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়