Dr. Aminul Islam

Published:
2021-04-02 14:54:58 BdST

একটানা ৩৬৫ দিনের বেশী অফিস করে আক্রান্ত হলেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা



ডেস্ক
---------------------------
বিরতীহীন ভাবে একটানা ৩৬৫ দিনের বেশী অফিস করবার পর উপসর্গ সহ করোনা আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা তার স্ট্যাটাসে লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম।

মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’


এদিকে
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও করোনাতে আক্তান্ত হয়ে বাসায় আইসোলেশন আছেন। আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের আরও কর্মকর্তা কর্মচারি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়