Dr. Aminul Islam

Published:
2021-01-26 19:51:11 BdST

লাখো লাখো মানুষ করোনার টিকার জন্য  নাম নিবন্ধন করতে এখনই  চেষ্টা করে চলেছেন  


 

ডা রওশন ইয়াসমিন 

-----------------------------------

 

সুরক্ষা এ্যাপের মাধ্যমে  বাংলাদেশ সরকারের দাতব্য করোনা টিকা নিতে এর মধ্যেই লাখো লাখো মানুষ নাম নিবন্ধন করতে চেষ্টা করে চলেছেন। 

স্বাস্থ্যসেবা বিভাগের কর্মী হিসেবে জানাই,  এপটি এখনো একটিভ করা হয় নি। ২৭ জানুয়ারি এটা একটিভ হবে। তখন সর্বসাধারণ নাম নিবন্ধন করতে পারবেন। সবাই নিয়ম মেনে টিকা পাবেন। এ ব্যপারে সরকার ও স্বাস্থ্যসেবা বিভাগ বদ্ধপরিকর।  

সংশ্লিষ্টরা জানান, জীবনরক্ষকারী করোনা-টিকা নিয়ে নানা মতলববাজ মহল যে অপপ্রচার করে চলছে, তা মাঠে মারা যাওয়ার উপক্রম হয়েছে।

গুজব অপপ্রচার কোন কাজে লাগছে  না। 

পরিচিত ডাক্তার ও ওয়াকিবহাল মহল থেকে জেনেছি,  যারা টিকা বিরোধী গুজব অপপ্রচার রটনায় মশগুল,  তারাও সুরক্ষা এপ এ নাম নিবন্ধন করতে সমানে চেষ্টা করে চলেছেন।

বিষয়টি কৌতুককর হলেও বাংলাদেশে জলন্ত এক সত্য। বাংলা দেশের মানুষ নানা গুজব অপপ্রচার উপভোগ করে, কেউ কেউ অংশও নেয়, কিন্তু কাজের সময় ভাগ নিতে ভুল করে না। যে কারণে বাংলা দেশে সকল জীবন রক্ষার টিকা কার্য ক্রম বিস্ময়কর রকম সফল।  প্রতিক্রিয়াশীল চক্রের অপপ্রচার কোন কাজে লাগে নি। 

বিশেষজ্ঞ ডাক্তাররা সবাই একবাক্যে বলছে, বাঁচতে হলে করোনার টিকা নিতেই হবে। 

এ টিকা জীবন সুরক্ষার জন্য অপরিহার্য। 

দেশে দেশে সরকার সমুহ যেভাবে টিকা দিয়ে জনগনকে রক্ষা করতে চাইছেন, সে কাজে অংশ গ্রহণ ও সহযোগিতা ইবাদতের মত পবিত্র।  

 

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়