Dr. Aminul Islam

Published:
2021-01-11 18:09:05 BdST

কিছু শিক্ষা মানুষ পেতে পারে শেষ জীবনে: ৫ পয়েন্ট


 

অধ্যাপক ডা.শুভাগত চৌধুরী 

__________________

 

কিছু শিক্ষা মানুষ পেতে পারে শেষ জীবনে
১। সময়ের সাথে অনেক পরিস্থিতি ভাল হয়
@যত ভয়ঙ্কর হোক পরিস্থিতি সুড়ঙ্গের শেষে আলো থাকবেই।
@ জীবনের খুব তাৎপর্য পূর্ণ অনেক ঘটনা , বিচ্ছেদ , বিরহ, মৃত্যু সব সয়ে যায় ।

২। অনেক স্বার্থ ত্যাগ ছোট বড় ভবিষ্যতে এর এক মুল্যায়ন হয় , প্রাপ্তি হয়
@ছোট স্বার্থ ত্যাগ দীর্ঘ মেয়াদে কি ফল দেবে তা আগে থেকে বলা যায়না কিন্তু বাস্তবে ছোট ছোট এমন ত্যাগ যোগ হয়ে বড় ফল আনে।

৩। পরিমান নয় , গুনগত মান ই বড় ।
@ জীবনে পরিমান বড় কথা নয় , গুন গত মান হল বিচার্য বিষয়
@ একজন মানসম্পন্ন বন্ধু ১০০ পরিচিত জনের চেয়ে অনেক বড় ।
@ একটি ভাল সম্পর্ক অনেক বেশি দিতে পারে ১০০ জন এমনি সব ইতস্তত জানা শুনা থেকে
@ শত শত খাপ ছাড়া অভিজ্ঞতা থেকে একটি মান সম্পন্ন অভিজ্ঞতা শ্রেয়।

৪। আপনি যা খান, তাই আপনার ডায়েট নয় ।
@ যত বয়স বাড়ে তত বুঝবেন আপনি যা খাচ্ছেন তা আপনার খাবার নয় ।বরং যা হল তা যা দেখচেন , যার সাথে থাকছেন , যাকে অনুসরণ করে
@ তাই সুস্থ মন পেতে হলে ডায়েট থেকে সব জাঙ্ক বের করতে হবে।

৫। নিজের অহং বোধ সামাল দেবার ব্যবস্থা নিতে হবে।
@ কখনও আমাদের গরিমা , অহং পথে এসে দাড়ায়
@ আমরা যদি নিজের অহং বোধ চরিতার্থ করার ব্যাপারে উদ্বিগ্ন হই তাহলে তা আমাদের সুখ আর সাফল্যের পথে এসে দাড়ায়। 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়