SAHA ANTOR

Published:
2020-09-01 17:21:11 BdST

নিজে নিজে ওষুধ খাওয়া : ৫টি ভয়ঙ্কর বিপদ হাতেনাতে ধরিয়ে দিলেন ডা. শুভাগত চৌধুরী


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
__________________________

নিজে নিজে ওষুধ খাওয়ার বিপদ;
নিজে নিজে ওষুধ একটি বিপজ্জনক চর্চা । যেমন সামান্য ফ্লু , সর্দি কাশ ,এমনিতেই ভালও হত, বিনা ওষুধে , বাষ্প নেয়া শ্বাসের সাথে , গরম জল পানে সেরে যায় ।
কিন্তু নিজে নিজে ওষুধ খাওয়ার ভয়ঙ্কর সব বিপদ আছে।

১.
নিজে ওষুধ নিলেন এতে ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় খারাপ হতে পারে শরীর ।



২.
কোনও কোন বমি রোধক ওষুধে গলা ঘাড় শক্ত হতে পারে ,মুখ একদিকে বেঁকে যেতে পারে
ঠাণ্ডা লাগার ওষুধ বেশি খেলে নিদ্রালুতা হতে পারে।
৩.
কফ সিরাপে ঝাপ্সা দৃষ্টি , ঘুম ভাব ,শুষ্ক মুখ হতে পারে ।
৪.
কোনও কোনও ওষুধ মিশানো হলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে যেমন ডাইয়াবে টিসের কোনও ওষুধ আর এনটাসিড একত্রে খেলে রক্ত সুগার বেশি নেমে যেতে পারে ।
৫.
ওষুধ খেয়ে উপসর্গ দমন মন্দ ফল আনতে পারে । যেমন জ্বর হলে পারাসি টা মল খেয়ে জ্বর দমন , কখনো এতে মেনিন জাই টি সের মত অসুখ ঢাকা পরে যেতে পারে ।

তাই ডাক্তার দেখান । নিজের চিকিৎসা নিজে করবেন না ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়