Dr. Aminul Islam

Published:
2020-06-23 16:24:31 BdST

কবে আসতে পারে করোনার টিকা



অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
___________________

যদিয়ও অনেক স্তর পেরিয়ে আসতে হয় তবে সব পরিকল্পনা মত চললে অক্টোবর নাগাদ আসতে পারে করোনার টিকা । এক ডজন নামকরা কোম্পানি জোরে শোরে এ কাজে আছেন ।
জেনে টি ক ভ্যাকসিন নিয়ে দৌড়ে আছেন মডার্না আর বায়ো এন টেক । প্রোটিন ভিত্তিক টিকা নিয়ে আসছেন নভাভাক্স আর ক্লভার বায়ফারমাসিউটিকেলস । ইম্পিরিয়াল কলেজ লন্ডন আর ইনভিও ।রিপারপাসড ভেক্সিন বি সি জি টিকা ।ভাইরেল ভেকটার ভেক্সিন
অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় , আর কানসিনবায়ো ।হোল ভাইরাস ভেক্সিন সাইনোভাক আর সাইনো ফার্ম আর ইন্স টি টুট অব মেডিক্যাল বায় লজি ।
ভ্যাকসিন তৈরি হওয়া আর বেরিয়ে আসার মধ্যে রয়েছে ৫ টি পর্যায় ।
প্রি ক্লিনিকেল টেস্টিং । টিকা দেওয়া হয় ইঁদুর বা বানরে আর দেখা হয় এতে ইম্মুন প্রতিক্রিয়া হয় কিনা ।
ধাপ ১ সেফটি ট্রায়েল । নিরাপত্তা আর মাত্রা নির্ধারণের জন্য অল্প পরিমান লোকদের মধ্যে আর এটি মানুষের ইম্মুন ব্যবস্থা উদ্দীপিত করে এর প্রমান পাওয়ার জন্য টেস্ট করা হয় ।
ধাপ ২ এক্সপানডেড ট্রায়েল ।
পরীক্ষা করা হয় শত শত লোকের মধ্যে আর এদেরকে বয়স ভিত্তিতে ভাগ করা হয় ।
ধাপ ৩ এফিকেসি ট্রায়েল ।
টেস্টিং বাড়ানো হয় সহস্র সহস্র লোকের মধ্যে ।
ধাপ ৪ এপ্রুভেল । অনুমোদন ।
প্রতিটি দেশের নিয়ন্ত্রক সন্সথা পরীক্ষা করেন টেস্ট ফলাফল আর এর পর সিদ্ধান্ত নেন এর অনুমোদন দেয়া যাবে কি না ।
নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টে দেখান হল এসব টিকা তৈরি রয়েছে প্রস্তুতির বিভিন্ন পর্যায়ে ।

____________INFORMATION______________

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়