ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-30 16:19:57 BdST

একজন ডাক্তার ফেসবুকে একটা মেডিসিন বললেই আপনি গিনিপিগের মত গিলবেন কেন


ডাঃ জোবায়ের আহমেদ

_______________________

আপনি কি গিনিপিগ??

বিজ্ঞান আবেগ দিয়ে চলে না।
বিজ্ঞান এর ভিত্তি হলো
Logical explanation, Research and Evidence based data

কবিরাজি করতে যদিও এসব কিছু লাগে না
কিন্ত মেডিকেল সায়েন্স তো কবিরাজি নয়।।

২০২০ সালের আধুনিক একজন মানুষ লালসালুর মজিদের ভক্ত হবে না।।

বিদেশে রোগীরা যেকোন মেডিসিন খাবার আগে প্রশ্ন করে
এটা কি মেডিসিন?
আমি এটা কেন খাবো?
এটা খেলে কি উপকার হবে?
কি কি ক্ষতি হতে পারে?
এটার চেয়ে ভালো বিকল্প কি মেডিসিন আছে?

সেখানে পীর পূজা হয়না।।

করোনার চিকিৎসায় কোন প্রমাণিত মেডিসিন নাই আমাদের হাতে।
যা আছে তা হলো সাপোর্টিভ চিকিৎসা।।
যেমন অক্সিজেন, ভেন্টিলেশন

Convalescent plasma Therapy কে বলা হচ্ছে Compassionate use

কোন চিকিৎসা ছাড়া শুধু আইসোলেশানে থেকে ৮৫-৯০ ভাগ মানুষ সুস্থ হয়ে যাবেন।

কারণ এটা একটা ভাইরাল ইনফেকশন এবং সেল্ফ লিমিটিং।

এখন একজন ডাক্তার ফেসবুকে এসে একটা মেডিসিন খেতে বললেই আপনি অন্ধের মত গিলা শুরু করবেন?
আপনি নিজেকে গিনিপিগ মনে করলেও যারা মানুষ ভাবে নিজেকে,নিজের জীবন অমূল্য ভাবে, তারা একটু রয়ে সয়ে খায়।
প্রমাণ চায়।
এই মেডিসিন খেলে এই রোগ কমবে এমন প্রমাণ তারা চায়।।

আপনারা হাইড্রোক্সিক্লোরোকুইন ও এজিথ্রোমাইসিন খেয়েছেন।
রিসেন্ট স্টাডি সেগুলো বাতিল করেছে।
এখন আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন খাচ্ছেন।
এগুলোর পক্ষে কোন প্রমাণিত ডাটা নেই।।
ইতিমধ্যেই বাজারে স্টক শেষ।।

বাঙ্গালির মত এত মজা করে আর কোন জাতি ঔষধ গিলে না।।

গতকাল বাংলাদেশ ন্যাশনাল গাইড লাইন on clinical management of COVID 19 এ
মডিফিকেশন করে আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়ার ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছে, এগুলো কোভিড ১৯ এর যেকোন স্টেজের চিকিৎসা ও prophylaxes এর অনুমোদন করছে না।।

একটা গ্লোবাল প্যান্ডেমিক।
নিজেই নিজের চিকিৎসা করে ফেলবেন ঘরে বসে?
না এমন করবেন না।।
ফেসবুকীয় জ্ঞান দিয়ে মেডিকেল সায়েন্স চলে না।।
নিজেকে গিনিপিগ ও ভাব্বেন না।।।

যেটা করা দরকার পারলে তা করুন।
ঘরে থাকুন।।
হাত ধুন।
মাস্ক পড়ুন বাইরে গেলে।
৩ ফিট দূরত্ব বজায় থাকুন।
ভীড় এড়িয়ে চলুন।।
সচেতন হউন।।

প্রতিকার এর চেয়ে প্রতিরোধই উত্তম।।
......................................
ডাঃ জোবায়ের আহমেদ
সুলেখক

_______________________

AD.....

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়