ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-22 15:46:17 BdST

জন্মদিনে কেক বানিয়ে এনেছে সন্তান: রাস্তায় দাঁড়িয়ে কাটলেন করোনা ফাইটার ডাক্তার মা





ডেস্ক
_______________


জীবনরক্ষার জীবনকর্মী চিকিৎসকদের জীবন এমনই।
করোনা ফাইটার চিকিৎসক সাবরিনা শাহরিন । মায়ের জন্মদিনে বাসা থেকে নিজেই কেক তৈরী করে এনেছে নিসর্গ তার মায়ের জন্য। ছেলের আবদার মেটাতে ডা. সাবরিনা নিজের জন্মদিনের কেকটি কাটলেন রাস্তায় । সামনেই গাড়ির ভেতরে সন্তান নিসর্গ । তার বেরুবার উপায় নেই। কেক কাটতে কাটতে মা ও ছেলে দুজনই কাঁদছিল; কেউ কাউকেই স্পর্শ করতে পারছিল না। রাজধানীর কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চির সামনে এই করুণ দৃশ্য।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেফরোলজি বিভাগের ডাক্তার সাবরিনা শাহরিন। ঢামেক করোনা ইউনিটে তিনি ১৬ মে থেকে দায়িত্ব পালন করছেন। এজন্য বাসায় যাওয়ার উপায় নেই । দায়িত্ব পালন শেষে লা ভিঞ্চি হোটেলে কোয়ারেন্টাইনে থাকেন তিনি । ১১ বছরের নিসর্গ । তার ডাকে
চিকিৎসক মা হোটেল কক্ষ থেকে নিচে আসলেও তার মুখে মাস্ক। গাড়ির জানালার ফাঁকা দিয়ে তিনি কেকটি নিলেও করোনা সতর্কতায় আদরের সন্তানকে কোলে তুলে নিতে পারেননি। নিসর্গও মায়ের মুখে কেক তুলে দিতে পারেনি। অদৃশ্য করোনাভাইরাস দেয়াল তুলেছে মা আর ছেলের মাঝে ।

AD..

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়