Ameen Qudir

Published:
2020-03-30 01:14:15 BdST

করোনা মোকাবেলায় ঢাকায় ৫০০০ শয্যার বৃহত্তম হাসপাতাল বানাচ্ছে বসুন্ধরা


কুড়িলে ৩০০ ফিট সড়কের পাশে প্রকল্পিত হাসপাতালটির চেহারা অনেকটাই এরকম হবে। বসুন্ধরা কনভেনশনের সঙ্গে সুবিশাল খালি জায়গায় করা হবে হাসপাতালটি। এ ধরণের ফিল্ড হাসপাতাল এর আগে চীন ও ইরানে হয়েছে। ফাইল ছবি।


ডেস্ক
__________________

করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় ৫ হাজার শয্যার বাংলাদেশের বৃহত্তম হাসাপাতাল তৈরি করবে শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানের   সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ প্রস্তাব দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।

বসুন্ধরা গ্রুপের প্রস্তাবটি প্রধামন্ত্রী গ্রহণ করেছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের ৪টি বিশাল কনভেনশন সেন্টার ও একটি ট্রেডসেন্টার রয়েছে। সবচেয়ে বড় কনভেনশন সেন্টার ৩০ হাজার বর্গফুটের। বাকি ৩টি ২০ হাজার বর্গফুট। আর ট্রেডসেন্টারের আয়তন ১ লাখ ৫০ হাজার বর্গফুট।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়