Ameen Qudir

Published:
2020-03-25 16:08:21 BdST

নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াইয়ে শামিল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীকে সেলাম: সাকিব


ডেস্ক 

_______________

করোনা ভাইরাসের মোকাবেলায় জীবনঝুঁকির অবিরাম লড়াইয়ে শামিল বাংলাদেশের চিকিৎসক সমাজকে সশ্রদ্ধ সালাম জানালেন বিশ্ব খ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান । অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার সাকিব লিখেছেন‘সকল দেশবাসীকে সুরক্ষিত রাখতে যারা মারাত্মক এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন প্রতিনিয়ত তাদেরকে জানাই আমার সালাম। ধন্যবাদ জানাই প্রতিটি ডাক্তার, নার্স, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কর্মী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তাদের, যারা নিঃস্বার্থ ও অক্লান্তভাবে লড়াই করে চলেছেন। আমরা তাদের সাহায্য করতে যা পারি তা হলো—বাসায় অবস্থান করা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনীয় পরামর্শ মেনে চলে এই কঠিন সময়ে তাদের সহায়তা করা। তবেই আমরা এক সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন।’
বিদেশফেরত নাগরিকদের প্রতিও ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচারিত ভিডিওতে বলেন, ‘যদি কেউ বিদেশফেরত থাকেন, তাহলে অবশ্যই নিজেকে ঘরে রাখা এবং ঘর থেকে যাতে বাইরে না যাওয়া হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। একই সঙ্গে আরেকটি ব্যাপার মনে রাখতে হবে, যেন আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী এসে আপনার সঙ্গে দেখা করতে না পারেন। ১৪ দিন আপনাকে ঘরে থাকতে হবে, যেটা খুবই জরুরি।’

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়