Ameen Qudir

Published:
2020-02-11 22:52:09 BdST

শহীদ ডা. ফজলে রাব্বী এই গাড়িতে করে আহত মুক্তিযোদ্ধাদের সেবা ও ওষুধ সরবরাহ করতেন





ডা. সুব্রত ঘোষ
____________________

ছবির গাড়িটি একাত্তরের শহীদ চিকিৎসক ডা. ফজলে রাব্বী'র; ঢাকা মেডিকেল কলেজের ক্লিনিক্যাল মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের তৎকালীন অধ্যাপক। অসামান্য অবদান রেখেছেন '৫২ এর ভাষা আন্দোলন, '৬৯ এর গণ অভভ্যুত্থান, '৭১ এর স্বাধীনতা সংগ্রামে।

এই গাড়িতে করে তিনি ও তার স্ত্রী আহত মুক্তিযোদ্ধাদের সেবা দান করতেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতেন।

১৫ ই ডিসেম্বর ১৯৭১ -এ বাড়ি থেকে তুলে নিয়ে রায়ের বাজারে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।

ডা. সুব্রত ঘোষ । সুলেখক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়