Ameen Qudir

Published:
2019-10-13 04:45:19 BdST

বিশ্ব চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আজ অসাধারণ একটি দিন




অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ
_______________________________

আজ অসাধারণ একটি দিন আজ শনিবার ১২ অক্টোবর , সারা পৃথিবীর মানুষ যারা জীবন ব্যাপি কোনও অসুখে পীড়িত , তাদেরকে আপনি ব্যতিগত ভাবে বা সমষ্টি গত ভাবে সাহায্য করতে পারেন ...।তাদের কণ্ঠস্বর সবার শ্রুত করে তুলতে পারেন , নীতি নির্ধারকদেরকে প্যালিয়ে টি ভ কেয়ার পলিসিকে আর সেবাকে অগ্রাধিকার দিতে বলতে পারেন ,। যারা তাদের পাশে দাঁড়াতে পারেন ,যেমন স্থানিয় নেতা , এডভোকেট , সেচ্ছাসেবী , ক্লিনিসিয়ান্স , তারা তাদের কিছু সময় স্বেচ্ছাকৃত ভাবে ব্যয় করতে পারেন জনগণ কে বার্তাটি পৌঁছাবার জন্য ঃপ্যালিএ টি ভ কেয়ার ঃ এটি আমার কেয়ার আমার অধিকার "।
আজ হল বিশ্ব প্রশমক দিবস আর হস পিস দিবস ।
WORLD PALLIATIVE CARE AND HOSPICE DAY
এবারের থিম আমার পরিচর্যা আমার অধিকার
MY CARE MY RIGHT
WHPCD 2019 this year এ বছর জাতিসঙ্ঘের উচ্চ পর্যায়ের সভায় ২৩ সেপ্টেম্বর এই থিম স্থির করা হয় ।
প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শনিবারে এই দিবস পালিত হয়
প্যালিয়ে টি ভ কেয়ার ইসু সম্বন্ধে সচেতনতা সৃষ্টি আর পৃথিবী জুড়ে বিকল্প গুলো বিস্তৃত করা হল লক্ষ্য । এ ধরনের পরিচর্যার মুল লক্ষ্য গুরুতর অসুখের উপসর্গ আর স্ট্রেসে উপশম আর প্রশান্তি দেওয়া ।উদ্দেশ্য রোগী আর তার পরিবারের জীবনের গুনগত মান বাড়ানো ।
ইতিহাস ঘাঁটলে দেখা যায় ২০১০ সালে ফুস্ফুসের রোগীর প্রাক্কালিক প্যা লিয়ে টি ভ কেয়ার দিলে তার অনএক উপশম হয়েছিল
১৯৮৭ সালে ক্লিভ ল্যান্ড ক্লিনিকে ডে ক্লিন ওয়াস এম ডি প্রথম হাসপাতাল ভিত্তিক প্যালিয়ে টি ভ কেয়ার সেন্টার স্থাপন করেন
১৯৬৭ সালে প্রথম হস পিস খোলা হয় । প্রথম আধুনিক হস্পিস যুক্ত রাজ্যে সেন্ট ক্রিস্তো ফারস হস পিস স্থাপন করা হয় ।
কিভাবে দিবস পালন করবেন ? এ সম্বন্ধে জানুন , শিখুন ,/ জড়িত হন । বন্ধ্য বাঃ জানা শনা যার পরিচর্যা দরকার তাকে সাহায্য করুন / অর্থ অনুদান দিন বা এজন্য সময় দিন ।
পাঁচটি অসুখ যার জন্য প্রয়োজন হতে পারে প্যা লি য়ে টি ভ কেয়ার
এ এল এস এম্যাইলত্রফিক লে টা রেল স্কেলসিস / আলজাইমারস রোগ / অগ্নাশয়ের ক্যান্সার / মাল টি পল স্ক্লের সিস (এম এস)/ স্ট্রোক /
। এই কেয়ারের সময় রোগী ও পরিবার সিদ্ধান্ত নিতে পারে সবচেয়ে ভাল স্বল্প মেয়াদি বা দীর্ঘ মেয়াদি পরিচর্যার । জীবনের মান উন্নত হয় । এটি একটি টিম প্রচে ষটা ঃ চিকিৎসক , কেয়ার গিভার , পরিবার সবাই মিলে ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়