Ameen Qudir

Published:
2019-09-12 19:35:34 BdST

ডা. শুভাগত চৌধুরীর শুভ পরামর্শকেমন করে কিউবার স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বসেরা হয়ে উঠলো,জানালেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও লেখক

__________________________

 

কেমন করে কিউবার স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা বিশ্বে শ্রেষ্ঠ হয়ে উঠলো।

 

কিউবা দেশের সব শ্রেণীর লোকদের এর আওতায় নিয়ে এল আর মান উন্নত দেশের মত করে ফেলল ।
অসম্ভব সীমাবদ্ধ সম্পদ আর অ্যামেরিকার অর্থ নৈতিক অবরোধ স ত্বেও এরা তা সম্ভব কওরে তুলল
২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক মারগারে ট চ্যান হাভানা এসে সেই দেশের সেই ক্ষেত্রে উন্নতি দেখে মুগ্ধ । কিউ বা একমাত্র দেশ যার স্বাস্থ্য সেবা গবেষণা আর উন্নয়নের সঙ্গে সংযুক্ত ।
এভাবেই এগুতে হয় কারণ মানব স্বাস্থ্য উদ্ভাবনের মাধ্যমে উন্নত হতে পারে ।
সে দেশের সরকার একে উন্নয়নের স্তম্ভ বলে দেখেন তাই মারগারে ট মুগ্ধ ।
সে দেশের চিকিৎসা ব্যবস্থা রোগ প্রতিরোধ বিজ্ঞানের ভিত্তিতে গড়া , এর ফলাফল অসাধারন । মারগারে ট চ্যান বলেন বিশ্ব কিউ বার মডেল অনুসরণ করা উচিত আর রোগ চিকিৎসা মডেল বদলানো উচিৎ (curative ) এই অকার্যকর আর ব্যয় বহুল চিকিৎসার বদলে প্রতিরোধক দৃষ্টি ভঙ্গী নেয়া উচিত । এই দ্বীপ কিউ বার মত পৃথিবীর সব মানুষ যেন গুন গত মানের চিকিৎসা পায় । 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করেন স্বাস্থ্য সেবা মান আর সবার কাছে পৌঁছানো সম্পদের সীমা বদ্ধতার উপর নির্ভর করেনা , রাজনৈতিক সদিচ্ছা ,আর দরিদ্র ভঙ্গুর জন গোষ্ঠী র সুরক্ষা দেওয়া
শিশু মৃত্যু হার প্রতি হাজারে ৪.২ তাই এই কারাবিয়ান দ্বীপের পারফমেন্সের প্রশংসা করলেন সবাই
সেখানে মানুষের গড় আয়ু ৭৮ বছর
কিউ বার স্বাস্থ্যসেবা সম্প্রসারিত হয়েছে তৃতীয় বিশ্বে দেশে দেশে।
কিউ বা ৩০০০০ ডাক্তার আর স্বাস্থ্য কর্মী পাঠিয়েছে গরীবদের চিকিৎসা সেবাদেয়ার জন্য ।
৬০ টি দেশে কাজ করছে।
ফি ডেল ক্যাস্ট্রো র দৃষ্টি পুনঃ স্থাপন প্রোগ্রাম একটি অগ্রগতি যার নাম অপারেশন মিরাকল
কিউবার চিকিৎসা শিক্ষার মান খুব ভাল । পৃথিবীর নানা দেশের ডাক্তার রা কিউ বার ল্যাটিন অ্যামেরিকান স্কুল অব মেডিসিনে তরুন ডাক্তারদের প্রশিক্ষণ দেয় ।ENAM )
বান কি মুনের কথায় ENAM হল বিশ্বর

একটি খুব উন্নত মেডিক্যাল স্কুল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন সীমিত সম্পদ নিয়ে উন্নত সাস্থ্য সেবা দেওয়ার মডেল হল কিউ বা । এতি মেডিক্যাল টু রি জমে এগিয়ে উন্নত দেশে ব্যয় বহুল হওয়ায় পৃথিবীর নানা দেশের লোক সাশ্রয়ী মুল্যে উন্নত সেবা পেতে একাহ্নে উড়ে আসেন
আমরা এই মডেল পর্যালোচনা করাযেতে পারে ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়