Ameen Qudir

Published:
2019-09-08 22:00:29 BdST

স্বাস্থ্য খাতে নতুন পদ :৪টি গ্রুপে ভাগ করে ওয়ার্কশপ করার প্রস্তাব


 

 

ডাঃ আজাদ হাসান

____________________________

 


সম্প্রতি সরকার স্বাস্থ্য খাতে নতুন পদ সৃষ্টির জন্য মতামত আহবান করেছে। আমি উক্ত পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি।
♦♦♦
এবার নতুনপদ তৈরীর ব্যাপারে আমার কিছু অবজারভেশন শেয়ার করেছি।
আমার মনে হয় এ বিষয়ে আরো হোম ওয়ার্ক করা প্রয়োজন।
১) আমার মনে হয় টোটাল কাজটাকে ৩/৪টি গ্রুপে ভাগ করে ওয়ার্কশপ করলে ভালো হবে।
২) ৪টি গ্রুপ হলোঃ
♦১ম গ্রুপঃ এই গ্রুপটি সিভিল সার্জনদের সমন্বয়ে গঠন করতে হবে এবং সাথে ডেপুটি সিভিল সার্জনদেরও সদস্য হিসেবে রাখতে হবে। তবে ভালো হয়, যদি সিভিল সার্জন সাহেবদের ফোরামে (যদি ডিসিদের মতো সিএস-সাহেবদের কোনো ফোরাম থেকে থাকে) ওনারা এ বিষয়ে আলোচনা করে সর্বজন গ্রাহ্য কোনো প্রস্তাব নেন।
♦২য় গ্রুপঃ এই গ্রুপে সমস্ত জেলা হাসপাতালের সুপার বা তত্বাবধায়ক এবং আরএমও-দের সমন্বয়ে গঠন করতে হবে।
ডিস্ট্রিক্ট হাসপাতালের তত্বাবধায়ক বা সুপারদের সমন্বয়ে যদি কোনো ফোরাম থেকে থাকে তা হলে সেখানে আলোচনার মাধ্যমে প্রস্তাব নিতে পারেন।
♦৩য় গ্রুপঃ এই গ্রুপে সমস্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আরএমও-দের সমন্বয়ে গঠন করতে হবে।

 

♦৪র্থ গ্রুপটি ডেন্টাল সার্জনদের সমন্বয়ে করতে হবে।

 

৩)♦প্রথম গ্রুপের কাজ হবেঃ
ক) ♦জেলা পর্যায়ে সিভিল সার্জন প্রিভেন্টিভ এবং প্রমোটিভ হেলথ কেয়ার, স্কুল হেলথ কেয়ার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজের তদারকির বিষয়ের জন্য রেস্পন্সিবল হবেন।
উনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ তদারকি করবেন।
তাছাড়া এই গ্রুপ সিভিল সার্জন অফিসের অর্গানোগ্রাম কেমন হব?
★ ডাক্তারদের জন্য কি কি পদ থাকা উচিৎ এবং তাদের স্কেল কি হবে?
★ নার্সদের অর্গানোগ্রাম কেমন হবে।
★ অন্যান্য স্টাফদের প্যাটার্ন কেমন হবে?
~সব পদের বিপরীতে বর্তমানে অনুমোদিত পদ সংখ্যা কত (?) এবং প্রস্তাবিত পদ সংখ্যা কত হবে (?) এবং
~ বেতন স্কেল কত হবে? এগুলো উল্লেখ থাকা আবশ্যক।

 

♥দ্বিতীয় গ্রুপের কাজ হবেঃ
খ) ♦জেলা হাসপাতালের তত্বাবধায়ক গণ সংশ্লিষ্ট হাসপাতাল তথা জেলার কিউরেটিভ হেলথ কেয়ারের জন্য রেস্পন্সিবল হবেন।
১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সমূহের অর্গানোগ্রাম কেমন হবে সে ব্যাপারে প্রস্তাব উপস্থাপন করবেন।
★ ডাক্তারদের জন্য কি কি পদ থাকা উচিৎ এবং তাদের স্কেল কি হবে?
★ নার্সদের অর্গানোগ্রাম কেমন হবে।
★ অফিস স্টাফদের প্যাটার্ন কেমন হবে?
★অন্যান্য স্টাফ যেমনঃ আয়া, ওয়ার্ড বয়, অফিস পিয়ন, দারোয়ান-সহ বিভিন্ন এমএলএসএস -
~এসব পদে বর্তমানে অনুমোদিত পদ সংখ্যা কত (?) এবং প্রস্তাবিত পদ সংখ্যা কত হবে (?) এবং
~স্কেল কত হবে?
এগুলো উল্লেখ থাকা আবশ্যক।
♥ তৃতীয় গ্রুপের কাজ হবেঃ
গ) ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অর্গানোগ্রাম কেমন হবে তার প্রস্তাব করবেন।
♦উল্লেখ্য, টিএইচ এন্ড এফপিও ফোরাম ইতিমধ্যে এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগী পদক্ষেপ নিয়েছেন বলে জানতে পেরেছি। ওনাদের সাথেও এ বিষয়টা শেয়ার করা যেতে পারে।

 

♦প্রসংগত আমি উল্লেখ করতে চাই, উপজেলা পর্যায়ে প্রিভেন্টিভ হেলথ কেয়ার এবং কিউরেটিভ হেলথ কেয়ার সার্ভিস একসাথে চলে তাই প্রতিটি উপজেলায় আমি ২ জন ডেপুটি টিএইচ এন্ড এফপিও অর্থাৎ [( ১)প্রিভেন্টিভ হেলথ কেয়ার এবং
(২)কিউরেটিভ হেলথ কেয়ার ]
পদ সৃষ্টির বিষয়ে সুপারিশ রাখতে চাই।
৪) ♦♥
প্রসংগত উল্লেখ করতে চাই উপজেলায় এবং জেলা সদর হাসপাতালে দন্ত চিকিৎসকদের পদ বাড়াতে হবে।
♥ জেলা সদর হাসপাতালে ডেন্টাল ইউনিটে সাব-স্পেশালিটি ওপিডি চালু করতে হবে।

_____________________

 আজাদ হাসান

 

সিওমেক
২১তম ব্যাচ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়