Ameen Qudir

Published:
2019-09-05 19:01:11 BdST

যাঁদের আমি স্যার বলতাম,এখনও বলি,আমার স্যারদের কাছে আজীবন ছাত্র থাকতে চাই


অধ্যাপক ডা. অনির্বাণ বিশ্বাস
________________________

-স্যার আপনি কেমন আছেন? কেমন আছে আপনার কাচা পাকা চুল ! কেমন আছে আপনার ইতিহাসের খাতা ! 'চন্ডাশোক' কেমন করে 'ধর্মাশোকে' পরিনত হল,আবার পড়তে চাই ! আমি 'ধর্মাশোক'কে এখনও খুঁজি স্যার !

(স্যার আমি ভালো আছি,ভাল আছে মনে পোষা ঘৃনা
এখন শিখছি ভোগের ভাষা ,শেখা হল না সমুদ্রগুপ্তের বীনা।)
............

স্যার আপনি কেমন আছেন? এখনও বসেন জলঙ্গির তীরে !রবার্ট ফ্রস্ট আর জীবনানন্দের
দর্শন আবার বুঝতে চাই ! জানতে চাই,কেন কবিতায় পাখিরা আকাশে ভাসে, ওড়ে না !

(স্যার আমি ভালো আছি, inoxএ সিনেমার খবর আমি জানি
জলঙ্গির জল ফেলে ভালবেসেছিলাম নর্দমার জল,টেনিসন আজ ভীষন ফানি।)
......................

 

স্যার আপনি কেমন আছেন? কেমন আছে সেই টিউব ছোট স্টেথো ! ২০ মিনিট ধরে রুগী দেখা ! আর একবার পারকাশন শেখাবেন স্যার ! শেখাবেন হিস্ট্রি নাওয়া !

(স্যার আমি ভালো আছি,দারুন আমার কর্পোরেট অ্যাটিচুড
ভগাভাগির হিসেবে কাদা ছেটা অ্যাপ্রন,আপনি জানেন না,এটাই গ্র্যাটিচুড)
..........

স্যার আপনি কেমন আছেন? এখনও বলেন ,আয় চা খা ! এখনও টিক্কার কষ্টে আপনার চোখে জল আসে ! আপনার কাছে 'হাসিমুখে'র জাদু আর শেখা হলনা।

(স্যার আমি ভালো আছি, চোখে আজ জল নেই আর
আহার নিদ্রা মৈথুন..আমার জীবনের সারাৎসার)
..........................

স্যারেরা ! কেমন আছেন সবাই? কেমন আছে আপনাদের কবিতার মন !
ছোট বেলায় হাটতে হাটতে আছাড় খেতাম ।আপনারা কেউ পেছন থেকে দৌড়ে এসে তুলে ধরতেন ।বলতেন "এই পাগল ছেলে,এই পিছল রাস্তায় কেউ হাটে না।এই দিক দিয়ে যাও"।এতবার আপনারা পথ দেখিয়েছেন।কিন্তু,সেদিন আবার পরে গেলাম।এবারে কেউ পিছন থেকে এসে তুলে ধরলেন না।কেউ একবারও বললেন না "এই রাস্তায় যাস না.."।নিজেই উঠলাম ; আমি নিজে নিজে রাস্তা খুঁজছি স্যার !!

স্যারেরা আমি ভাল আছি । আমি একটা কবিতার দ্বিতীয় লাইন অনেক আগেই লিখে ফেলেছিলাম।অনেকটা এমন..
"....যায়না যাওয়া অনেকদুরে? গুলতি নিয়ে ছুটটি মেরে,আকাশ পারে মেঘের ঘরে,হারিয়ে যাব বলে ?"

আপনারা কেউ প্রথম লাইন লিখে দেবেন , স্যার ?
__________________________________

- অধ্যাপক ডা. অনির্বাণ বিশ্বাস, সুলেখক। প্রখ্যাত লোকসেবী চিকিৎসক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়